ফের ধাক্কা খেল শেয়ারবাজার, ৩২৯ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৫৭,৭৮৮.০৩ (⬇️ -০.৫৭%)

🔹নিফটি ১৭,২২১.৪০ (⬇️ -০.৬০%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পেরিয়ে রেকর্ড গড়েছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। আশার আলো দেখিয়ে ফের ধাক্কা খেল দালাল স্ট্রীট। বুধবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ৩২৯ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৩২৯.০৬ পয়েন্ট বা -০.৫৭ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৭৮৮.০৩। এনএসই নিফটি (NSE Nifty) -১০৩.৫০ পয়েন্ট বা -০.৬০ শতাংশ নেমে হয়েছে ১৭,২২১.৪০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Previous articleবিজেপি সাংসদ Locket Chatterjee ‘নিখোঁজ’!
Next articleVirat Kohli: নির্বাচকদের বিরুদ্ধে ক্ষুব্ধ বিরাট, অধিনায়কত্ব যাচ্ছে আগে জানায়নি বোর্ড!