বিজেপি সাংসদ Locket Chatterjee ‘নিখোঁজ’!

‘নিখোঁজ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সন্ধান চাই’। এমন পোস্টার পড়ল হুগলির (Hooghly) পাণ্ডুয়ায়। পাণ্ডুয়া বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে ও তেলিপাড়া মোড়-সহ একাধিক জায়গায় বুধবার সকালে এই পোস্টার দেখা যায়। দীর্ঘদিন ধরে নিজের এলাকাতে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) নেই। আবার বিজেপির আদি-নব্যের লড়াই প্রকাশ্যে। বিজেপির আদি নেতারা কার্যত অসন্তুষ্ট। সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন নেতা দলের মধ্যেই কার্যত গোষ্ঠী তৈরি করেছেন। হুগলি বিজেপির খবর, এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-বরুণ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বায়ুসেনার

এমন পোস্টারের পড়ার পর লকেট (Locket Chatterjee) জানান, এখন উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের দায়িত্বে সেখানেই রয়েছেন তিনি। তিনি আরও বলেন, “দল জানে আমি দলের কাজেই উত্তরাখণ্ডে (Uttarakhand) এসেছি। দলের দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য।”

শোনা যাচ্ছে, লকেটের ‘নিখোঁজ’ হওয়ার পোস্টার ফেলেছে বিজেপির একাংশই। গতকাল থেকে সিঙ্গুরে (Singur) শুরু হওয়া বিজেপি কিষান মোর্চার ধর্নায় বিজেপি শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকলেও লকেট চট্টোপাধ্যায় অনুপস্থিত ছিলেন।

Previous articleবরুণ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বায়ুসেনার
Next articleফের ধাক্কা খেল শেয়ারবাজার, ৩২৯ পয়েন্ট নামল সেনসেক্স