Tuesday, November 11, 2025

সংসদের কাজে বাধা! বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভে BJP সাংসদরা

Date:

এবার সংসদ (Parliament Winter Session) ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপি (BJP) সাংসদরা। তাঁদের অভিযোগ, সংসদের কাজে বাধা দিচ্ছেন বিরোধীরা। অধিবেশনের শুরুতে বিরোধীদের বিক্ষোভের জেরে ১২ টো থেকে রাজ্যসভা(Rajya Sabha) ও লোকসভা (Lok Sabha)-এ দুপুর ২টো পর্যন্ত অধিবেশন স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন: Abhishek Banerjee: পুর-প্রচারে ঝড় তুলতে পথে নামছেন অভিষেক, পরপর দুদিন রোড-শো

বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তৃণমূল কংগ্রেস সহ মোট ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের শুরুতেই সাসপেন্ড করা হয়। রাজ্যসভার চেয়ারপার্সন বেঙ্কাইয়া নাইডু জানিয়েছিলেন, সাংসদরা ব্যক্তিগতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলে তাদের সাসপেনশন তুলে নেওয়া হতে পারে। কিন্তু সাংসদরা তার করেননি। তাঁরা গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ, মিছিল করেছেন। একইসঙ্গে বাকি সাংসদরা সংসদের ভিতরে বিক্ষোভ দেখাচ্ছেন।

আরও পড়ুন: Kunal Ghosh: দিলীপের “পচা গঙ্গা”র পাল্টা দিলেন কুণাল, ছাড়লেন না শুভেন্দু-শোভনকেও

বিরোধী সাংসদদের বিক্ষোভের জেরে সংসদের কাজ ব্যাহত হচ্ছে।  গুরুত্বপূর্ণ বিল পাশ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা করাও সম্ভব হচ্ছে না। সেই কারণে এ দিন সকালে সংসদের বাইরে বিজেপির (BJP) ১২ জন সাংসদ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা স্লোগান দিতে থাকেন, “বিরোধীদের গুণ্ডাগিরি চলবে না”।

বুধবারও লোকসভা ও রাজ্যসভায় অধিবেশনের শুরুতেই  লখিমপুর কাণ্ড নিয়ে আলোচনার দাবিতে দুই কক্ষের ওয়েলে নেমে বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version