Sunday, January 18, 2026

Kunal Ghosh: দিলীপের “পচা গঙ্গা”র পাল্টা দিলেন কুণাল, ছাড়লেন না শুভেন্দু-শোভনকেও

Date:

Share post:

ফের মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ, বুধবার ভোরে ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। বারাণসীতে প্রধানমন্ত্রীর গঙ্গায় ডুব দেওয়া প্রসঙ্গে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, “পচা গঙ্গার ধারে যে থাকে সে গঙ্গার গুরুত্ব কী বুঝবে? যার যেমন রুচি, সে তেমন কথা বলে।” দিলীপ ঘোষ আরও দাবি করেন, প্রধানমন্ত্রী মোদি করোনাকালে দেশের ত্রাতা।

দিলীপ ঘোষের এই মন্তব্যকে পাল্টা কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষের বোধ-বুদ্ধি লোপ পেয়েছে। উনি কী বলছেন জানেন না। কলকাতার চারপাশে গঙ্গা রয়েছে। গঙ্গার পাশে থাকা অন্যায় নয়। এটা গঙ্গাকে অপমান। কলকাতাকে অপমান। কলকাতাবাসীকে অপমান। আর গঙ্গা নিয়ে কথা বলা ওনাদের মুখে শোভা পায় না। উত্তরপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার গঙ্গায় করোনার লাশ ভাসিয়ে ছিল। মালদার মানিকচকে মমতা বন্দ্যোপাধ্যায় জল পুলিশ নামিয়ে সেই মৃতদেহ তুলে মর্যাদার সঙ্গে সৎকার করেছিলেন, সেটা কি দীলিপবাবুরা ভুলে গিয়েছেন? তাই প্রধানমন্ত্রী ডুব দিন আর বিজেপির যে কেউ গঙ্গায় ডুব দিন, উত্তরপ্রদেশে যোগীর কু-কীর্তির কলঙ্ক মুছতে পারবেন না। তাই কলকাতাকে অপমান করবেন না।”

এদিন দিলীপ ঘোষ সিঙ্গুর প্রসঙ্গ তুলে বলেন, সিঙ্গুরের মানুষ গত নির্বাচনেই তৃণমূলকে জবাব দিয়েছেন। তারও জবাব দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “আপনারা সিঙ্গুরে মঞ্চ বাঁধছেন আর সেখানকার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কোথায়?”

এদিন শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “শুভেন্দু কুলাঙ্গার। মীরজাফর। যে দলের খেয়ে পড়ে বড় হয়েছে, সেই দলের বিরুদ্ধেই কথা বলছে। মানুষ বিধানসভা ভোটে কত ধানে কত চাল বুঝিয়ে দিয়েছে শুভেন্দুকে। পুরভোটেও জবাব পেয়ে যাবে।”

কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় পুরভোটের ঠিক আগেই হঠাৎ জেগে উঠেছেন। কলকাতার সামগ্রিক উন্নয়নকে তাঁর নিজস্ব কৃতিত্ব বলে দাবি করছেন। এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “ওনার রাজনীতিতে কোনও গুরুত্ব নেই।
গ্ল্যাক্স বেবি বান্ধবীর আঁচলের তলায় বসে আবোল-তাবোল বকছেন। উনি যদি অতই যোগ্য হতেন তাহলে বিধানসভা নির্বাচনে দাঁড়ালেন না কেন? পুরভোটে নিজের ১৩১ নম্বর ওয়ার্ডে নির্দল হয়ে তো দাঁড়াতে পারতেন। আসলে ওনার কোনও গ্রহণযোগ্যতা নেই। ওনার কথা কেউ শোনে না।”

আরও পড়ুন:শেষ রক্ষা হল না, প্রয়াত ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

spot_img

Related articles

বলছে ঝুট, করছে লুট: সিঙ্গুরে প্রধানমন্ত্রীর মিথ্যার জমিদারিতে বিস্ফোরক কুণাল

বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মানুষের প্রাপ্য দিতে কোনওদিন শোনা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। গোল গোল প্রত্যাশা তৈরি করে...

ছ’মাসের বিরতি! কবে টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরবেন রো-কো জুটি?

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলতে নেমেছে ভারত। এরপর শুরু হবে টি২০ ক্রিকেটের রমরমা। প্রথমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে...

এভাবে অভ্যর্থনা! মোদির মঞ্চে বাজল সেবাশ্রয়ের গান!

বাংলায় যেভাবে সংগঠন করতে ব্যর্থ বিজেপি তারই প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে গেল নরেন্দ্র মোদির সিঙ্গুরের সভা মঞ্চে। দলের নেতা...

পাল্টাবেন আপনি: মোদির ‘পাল্টানো দরকার’ স্লোগানের পাল্টা হুংকার অভিষেকের

বাংলায় ক্ষমতা দখলে মরিয়া বিজেপির নরেন্দ্র মোদি সরকার। সেই লক্ষ্যে যেন তেন প্রকারে জমি দখলে মরিয়া এবার প্রধানমন্ত্রী...