Thursday, August 28, 2025

Mamata Banerjee: যাঁরা কাজ করবেন না, তাঁরা কাউন্সিলর হবেন না: পুরভোটের প্রচারে কড়া বার্তা মমতার

Date:

গোয়ায় গিয়ে ঝড় তুলেছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, দ্বীপরাজ্য থেকে ফিরেই উত্তর কলকাতার (Kolkata) প্রার্থীদের সমর্থনে ফুলবাগানে (PhoolBagan) করেন তৃণমূল নেত্রী৷ আর সেখানে কাউন্সিলর পদপ্রার্থীদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, “কাজ করতে না পারলে কাউন্সিলর হবেন না।” শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো নির্দেশ, এলাকায় বাড়ি করতে বা বাড়ির কাজ করতে যেন কাউকে টাকা দিতে না হয়। কাউন্সিলরের নির্দেশিত লোকের থেকেই জিনিসপত্র নিতে হবে- এসব করা চলবে না। নাম না করে সিন্ডিকেটরাজ বন্ধের কড়া নির্দেশ দিয়েছেন মমতা।

 

আরও পড়ুন-বরুণ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বায়ুসেনার

একই সঙ্গে তৃণমূল নেত্রী বলেন, কোনও অনুমতির জন্য মানুষকে কেন ঘুরতে হবে? এখন বাড়ির প্ল্যান অনলাইনে হয়ে গিয়েছে, আগামী দিনে সবকিছুই অনলাইনে করার চেষ্টা করা হচ্ছে। সাংসদ-বিধায়করা সব কাজ করতে পারেন না। স্থানীয় জনপ্রতিনিধিদের সেই কাজ করতে হয়। কারও কোনও বিপদ হলে সবার আগে কাউন্সিলরকে আগে যেতে হবে।

মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের এক কাউন্সিলরের নামে অভিযোগ পেয়ে তাঁকে প্রার্থী করেননি। মমতা বলেন ‘‘আমার ভবানীপুরেই দেখলাম। এলাকায় আলো নেই। স্থানীয় বাসিন্দারা আমার কাছে অভিযোগ করল যে কাউন্সিলর কাজে করেননি। অভিযোগ পেয়ে ওঁকে ফোন করে করেছিলাম। এ বার আর টিকিট দিইনি।’’

বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে কলকাতা পুরসভা নির্বাচনের ফল নিয়ে অনেকটাই নিশ্চিন্ত শাসকদল। তবে, তৃণমূল সুপ্রিমোর নির্দেশে প্রচারে ঢিল দিচ্ছে না দল। শেষলগ্নের প্রচারে নেমছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, ফুলবাগানে উত্তর কলকাতায় তৃণমূলের ৬০ জন প্রার্থী হাজির ছিলেন। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, ফিরহাদ হাকিম, শশী পাঁজা-সহ শীর্ষ নেতৃত্ব।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version