Thursday, August 21, 2025

omicron variant: রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত, মুর্শিদাবাদের ৭ বছরের শিশুকে ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

এবার এ রাজ্যেও ঢুকে পড়ল ওমিক্রন (Omicron in West Bengal)৷ রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। সাত বছরের করোনা পজিটিভ (Corona Positive) এক শিশুর জিনোম সিকোয়েন্সিয়ে ধরা পড়েছে করোনার এই অতি সংক্রামক নতুন প্রজাতি৷ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছেলেটি মুর্শিদাবাদের (Murshidabad) গোদাখালিতে রয়েছে৷ কিছুদিন আগে হায়দরাবাদ থেকে রাজ্যে ফিরেছিল সে৷ আক্রান্তের সংস্পর্শে আসায় বাবা-মা এবং অন্যান্যদের করোনা পরীক্ষা শুরু হয়েছে৷ বুধবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম৷

তেলেঙ্গানা সরকারই সাত বছরের ওমিক্রন আক্রান্তের হদিশ দিয়েছে নবান্নকে৷ কয়েকদিন আগেই শিশুটি পরিবারের সঙ্গে আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে ফিরেছে। স্বাভাবিকভাবেই রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলায় আতঙ্ক ছড়িয়েছে।সেখান থেকে শিশুটি ফেরে মুর্শিদাবাদে৷ ওই শিশুটি ছাড়াও হায়দরাবাদে এদিন আরও দু’জন করোনা আক্রান্ত প্রাপ্তবয়স্কের জিনোম সিকোয়েন্সিয়ে মেলে ওমিক্রন৷ দু’জনই বাইরে থেকে ভারতে এসেছেন৷ তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তাঁরা কেনিয়া এবং সোমালিয়ার বাসিন্দা৷

তেলেঙ্গানার জনস্বাস্থ্য আধিকারিক ডক্টর জি শ্রীনিবাস রাও জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ তালিকায় নাম নেই দেশগুলি থেকে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ওই তিনজন৷ বিমানবন্দরে পরীক্ষার সময় তাঁদের করোনা ধরা পড়ে৷ তিনজনের মধ্যে একজন ২৪ বছরের মহিলা৷ তিনি এসেছিলেন কেনিয়া থেকে৷ সোমালিয়া থেকে এসেছিলেন ২৪ বছরে এক পুরুষ যাত্রী৷

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত মুর্শিদাবাদের ফরাক্কায় আইসোলেশনে রাখা হয়েছে শিশুটিকে।জেলা স্বাস্থ্যদপ্তর থেকে পরিবারের সঙ্গে যেগাযোগ করা হচ্ছে। নজর রাখছে নবান্ন-ও।

এদিকে ফের সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( World Health Organization)। হু সতর্ক করে বলেছে, ভয়ঙ্কর গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron)। সেই সঙ্গে ওমিক্রনের দাপট থেকে বাঁচতে দেশগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...