SAIL: SAIL এর তিনটি শাখার বিলগ্লিকরণের পথে কেন্দ্র

স্টিল এক্সিকিউটিভ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং স্টিল পাবলিক সেক্টর ইউনিটের মধ্যে কৌশলগত সংযুক্তিকরণের কি কোনও পরিকল্পনা আছে? রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেইলের বিলগ্নিকরণের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি কী? পশ্চিমবঙ্গের দুর্গাপুর ইস্পাত কারখানার সঙ্গে অ্যালয় স্টিল প্ল্যান্ট সংযুক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনা কী? বুধবার কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদের প্রশ্নের উত্তরে ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং জানিয়েছেন, সরকার স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেইলের তিনটি বিভাগের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে। যে তিনটি শাখার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল সালেম স্টিল প্লান্ট, বিশ্বশরেয়া আয়রন এন্ড স্টিল প্লান্ট এবং ভদ্রাবতী এন্ড আলোয় স্টিল প্লান্ট। এই তিন কেন্দ্রের বিলগ্নিকরণের ব্যাপারে আলোচনা চলছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন পিএসই নীতিতে অনুমোদন দিয়েছে। ওই নীতি মেনে বিভিন্ন সংস্থার বেসরকারিকরণ করা হবে।

আরও পড়ুন- Ariyan Khan: স্বস্তি পেলেন শাহরুখ-পুত্র, প্রতি শুক্রবার NCB দফতরে হাজিরা থেকে অব্যাহতি

 

Previous articleAriyan Khan: স্বস্তি পেলেন শাহরুখ-পুত্র, প্রতি শুক্রবার NCB দফতরে হাজিরা থেকে অব্যাহতি
Next articleRation: এখনই বাড়ছে না রেশনের চাল ও গমের দাম, ঘোষণা কেন্দ্রের