Wednesday, August 27, 2025

ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন: চরম বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

Date:

“ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন।” কর্নাটকের(Karnataka) কংগ্রেস বিধায়কের(Congress MLA) এহেন মন্তব্যে তুলকালাম পরিস্থিতি তৈরি হলে গোটা দেশে। দেশের নারীদের প্রসঙ্গে এমন বেলাগাম মন্তব্য স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় তুলেছে।

সম্প্রতি কৃষক আন্দোলন(Farmer Protest) নিয়ে বিধানসভায় বক্তব্য রাখতে উঠেছিলেন প্রাক্তন স্পিকার তথা প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার। সেখানেই কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় অনিচ্ছাকৃত সম্মতির জন্য ধর্ষণের তুলনা টেনে রমেশ কুমার বিধানসভার স্পিকারের উদ্দেশে অধিবেশনে বলেন, “একটা কথা আছে যে ধর্ষণ অনিবার্য হলে শুয়ে পড়ুন এবং উপভোগ করুন। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন ঠিক সেটাই।”

আরও পড়ুন:প্রাথমিক শিক্ষায় ‘ভারত সেরা’ পশ্চিমবঙ্গ, ফের মমতা সরকারকে স্বীকৃতি কেন্দ্রের

কৃষক সমস্যা নিয়ে আলোচনার সময় চাওয়া হলে কর্ণাটকে স্পিকার বিশ্বেশরা হেগড়ে কাগেরি বিধায়কদের বলেন, সবাইকে সময় দিতে গেলে কী ভাবে বিধানসভা চলবে। এরপর তিনি মজা করে বলেন, ”আপনারা যা সিদ্ধান্ত নেবেন, তাতেই আমি হ্যাঁ বলব। আমার কাছে এখন পরিস্থিতি উপভোগ করা ছাড়া আর কোনও উপায় নেই। আমি সিস্টেমটা নিয়ন্ত্রণ করতে পারছি না। হাউসের পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছি।”

প্রসঙ্গত, কর্ণাটকে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার বেশি। কর্ণাটক রাজ্য পুলিসের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মাইসুরুর চামুন্ডি পাহাড়ে ধর্ষণের রিপোর্ট দায়ের করা হয়েছিল। তারপরেই ক্ষোভে ফেটে পড়েছিল রাজ্য। তথ্য বলছে, ২০১৯ এর জানুয়ারি থেকে মে ২০২১ পর্যন্ত রাজ্য জুড়ে ১১৬৮ টি ধর্ষণের ঘটনা ঘটেছে৷ এদিকে কংগ্রেস বিধায়কের এহেন মন্তব্যে গোটা দেশে নিন্দা শুরু হতেই নিজের বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন বিতর্কিত ওই কংগ্রেস নেতা।

Related articles

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...
Exit mobile version