Wednesday, November 12, 2025

Primary Education:প্রাথমিক শিক্ষায় দেশের সেরা বাংলা, টুইটে শিক্ষকদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের বাংলার মুকুটে নয়া পালক।মমতা সরকারের নজিরবিহীন কর্মযজ্ঞ একের পর এক স্বীকৃতি এনে দিচ্ছে পশ্চিমবঙ্গকে। প্রাথমিক শিক্ষাতেও দেশের শীর্ষে এবার বাংলা। শুক্রবার কেন্দ্রীয় সরকারের তরফে এই সাফল্য প্রকাশিত হওয়ার পর টুইট করে সুখবরটি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, রাজ্যের শিক্ষক, শিক্ষাকর্মী, অভিভাবক-সহ শিক্ষাক্ষেত্রে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:ক্রিসমাস পর ফের ২ দিনের গোয়া সফরে অভিষেক, যাবেন ত্রিপুরাতেও

মমতা টুইটারে লেখেন, ‘পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর। আমরা ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি ইনডেক্স-এর মাপকাঠিতে দেশের সব বড় রাজ্যের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছি। আমি এই অসামান্য কৃতিত্বের জন্য আমাদের সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা বিভাগের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি।’


প্রসঙ্গত, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫টি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়। সেখানেই ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে শীর্ষ স্থান দখল করেছে বাংলা। স্কুলে হোক কিংবা করোনা আবহে অনলাইনেও দেশের বড় রাজ্যগুলিকে পেছনে ফেলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাব্যবস্থার তুলনামূলক পরিস্থিতি পর্যালোচনা করে পশ্চিমবঙ্গকে শ্রেষ্ট বলে স্বীকৃতি দিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান পেয়েছে কলকাতার দুর্গাপুজো। গত ১০ বছরে শিশুদের  প্রাথমিক শিক্ষাক্ষেত্রের দিকে বাড়তি নজর দিয়েছিল মমতা সরকার। মিড-ডে মিলের পাশাপাশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল শিশুস্বাস্থ্যের বিষয়টি। শুধু তাই নয় ছোটদের স্কুলমুখী করতে বিনামূল্যে ব্যাগ, বই-খাতা, কলম এমনকি জুতো পর্যন্ত দিয়েছে সরকার। ফলস্বরূপ শহর ও গ্রামের স্কুলগুলিতে আগের তুলনায় বেড়েছে শিশুদের শিক্ষার মানও। এদিন মমতা সরকারের দীর্ঘ এই প্রচেষ্টাকেই স্বীকৃতি দিল খোদ নরেন্দ্র মোদির সরকার।

spot_img

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...