অগ্নি প্রাইম (Agni Prime Missile) আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশার বালেশ্বর উপকূলে। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। চলতি বছরের ২৮ জুনও এই মিসাইলের সফল পরীক্ষা করেছিল ভারত।

শনিবার ওড়িশার বালেশ্বর উপকূলে অগ্নি প্রাইম মিসাইলের (Agni Prime Missile) পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। Agni Prime ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা। এটি মিশ্র ধাতুতে তৈরি। অগ্নি-৩-এর থেকে এর ওজন ৫০ শতাংশ কম।

আরও পড়ুন-‘মা ক্যান্টিন’ নিয়ে জবাব তলব রাজ্যপালের, উত্তর বিধানসভায় দেওয়া হবে: পাল্টা তৃণমূল

২০১৮ সালে অগ্নি-৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও। ৫০০০ কিলোমিটার দূরত্বে শত্রুকে শেষ করতে সক্ষম এই মিসাইল৷ ফলে এর মধ্যে খুব সহজেই চলে আসছে চিন ও পাকিস্তানের বেশ কিছুটা অংশ৷ ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভলপমেন্ট প্রোগ্রামের অন্তর্গত অগ্নি-৫ শেষ পরীক্ষা করা হয় ওই বছরের জানুয়ারি মাসে৷ তবে মিসাইলটি তৈরির সময়ও বহুবার পরীক্ষা করা হয়েছে৷ সেই পরীক্ষাগুলিও সফল হয়েছিল।

#WATCH | Today India successfully testfired the nuclear-capable strategic Agni Prime missile off the coast of Odisha from Balasore.
(Source: DRDO) pic.twitter.com/wSgWKOKtQG
— ANI (@ANI) December 18, 2021
অগ্নি-৫-এর নেভিগেশন সিস্টেম অত্যন্ত আধুনিক। এতে ব্যবহার করা হয়েছে দু’ধরনের নেভিগেশন সিস্টেম৷ RINS (Ring Inertial Navigation System), MINS (Micro Navigation System)৷ সর্বোচ্চ ১ হাজার ৫ কিলোগ্রাম ওজনের পারমাণবিক বোমা বহনে সক্ষম এই মিসাইলের রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “ওড়িশার উপকূলে অগ্নি পি মিসাইলের সফল পরীক্ষা করা হয়েছে।” DRDO সংস্থাকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

The Agni P Missile has been successfully tested off the coast of Odisha.
The flight test has proven the reliable performance of all the advanced technologies integrated into the system.
Congratulations to Team @DRDO_India. The nation is proud of their achievements. pic.twitter.com/14CCwT6sG8
— Rajnath Singh (@rajnathsingh) December 18, 2021