সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে ২৫০ কুকুর ছানাকে খুন (Revenge of the Apes) বাঁদর (Monkeys) বাহিনীর। সন্তানের মৃত্যুর প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনাটিই তার প্রমাণ। ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) মজলগাঁওয়ের।

আরও পড়ুন-ভারতীয় বংশোদ্ভূত ৬৬ সন্ত্রাসী ইসলামিক স্টেটের সদস্য, চাঞ্চল্যকর রিপোর্ট আমেরিকার
গ্রামবাসীরা জানিয়েছেন, ৩০ দিন আগে একটি বাঁদরের বাচ্চাকে মেরে ফেলেছিল এক দল কুকুর। তার পর থেকেই এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাঁদরের একটি বিশাল দল (Revenge of the Apes)। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে দিচ্ছে বাঁদর (Monkeys) বাহিনী। গত মাসে বাঁদরের হানায় অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁদরের দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও।

আরও পড়ুন-Captain: বিজেপির সঙ্গেই হাত মেলালেন ক্যাপ্টেন অমরিন্দর

মজলগাঁও (Majalgaon) থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। হাজার পাঁচেক মানুষের বাস ওই গ্রামে। গ্রামবাসীদের দাবি, বর্তমানে ওই গ্রামে আর কোনও কুকুরছানাই বেঁচে নেই। বাঁদরের প্রতিশোধের হাত থেকে বাঁচতে গ্রামবাসীরা বন দফতরের আধিকারিকদের জানিয়েছিলেন। অভিযোগ, বন দফতরের কর্মীরা একটিও বাঁদরকে ধরতে সমর্থ হয়নি। কিছু গ্রামবাসীরা বাঁদরদের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তা করতে গিয়ে উঁচু থেকে পড়ে একাধিক গ্রামবাসী আহত হয়েছেন বলে খবর।

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের উপরও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে বাঁদর বাহিনী।
