Abhishek Banerjee: তৃণমূলের কেউ অশান্তিতে জড়িত থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি: কড়া বার্তা অভিষেকের

অশান্তির ফুটেজ কারও হাতে থাকলে সামনে আনুন। তৃণমূলের কেউ যদি এই ঘটনায় জড়িত থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেবে দল- জানালেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পুরসভা ভোটের শেষদিনের প্রচারে দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তিপূর্ণভাবে ভোট করানোর বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নির্দেশ না মানলে দল থেকে বহিষ্কার করা হবে বলেও কড়া বার্তা দেন তিনি। রবিবার, দুপুর দুটো নাগাদ মিত্র ইন্সটিটিউশন ভোট দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কলকাতা পুরভোটে অশান্তি প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলের (TMC) কেউ জড়িত প্রমাণ হলে ২৪ ঘণ্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেবে দল। এরপরই সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে অভিষেক বলেন, “ভোটে অশান্তির কোনও ফুটেজ থাকলে সামনে আনুন। যদি প্রমাণিত হয় যে তৃণমূল কোথাও যুক্ত আছে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সাংগঠনিক এবং প্রশাসনিক উভয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে।

পুরভোটে কলকাতা জুড়ে বিক্ষিপ্ত অশান্তির খবর মেলে। অভিষেক বলেন, “সবাই চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হোক। যদিও কোথাও কোনও বিক্ষিপ্ত আকারে ঘটান ঘটে থাকে, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কোনও ফুটেজ থাকলে প্রকাশ্যে আনতে অনুরোধ করব।” একইসঙ্গে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “ওরা জানে মানুষের হৃদয়ে ওদের কোনও স্থান নেই। ভোটে হেরে যাবে বুঝতে পেরেই এই ধরনের অভিযোগ তুলছে”।