Sunday, November 16, 2025

‘স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম’-এর কোনও হাল-হকিকত জানে না কেন্দ্র, কল্যাণের প্রশ্নে স্বীকার করলেন মন্ত্রী

Date:

কেন্দ্রীয় সরকারের চালু করা ‘স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম’-এর উদ্দেশ্য কি? এই প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত কতজনকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে? এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে কতজন চাকরি পেয়েছেন। এই প্রকল্পের বর্তমান পরিস্থিতি কী? সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল সাংসদের ওই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট দফতরের প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছেন, গোটা দেশের যুবসমাজের দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্র বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা, জন শিক্ষা সংস্থান, ন্যাশনাল অ্যাপ্রেনটিসশিপ প্রমোশন স্কিম এবং ক্রাফটসমান ট্রেনিং স্কিম।

মন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনায় দুই ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পে প্রশিক্ষণের শেষে সাময়িক চাকরি দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সেক্ষেত্রে যে সংস্থা প্রশিক্ষণ দিয়েছে সেই সংস্থাই পুরো বিষয়টি দেখভাল করে। অন্যদিকে জন শিক্ষা সংস্থান যোজনায় নিরক্ষর বা স্বল্প শিক্ষিতদের লেখাপড়া শেখানোর জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে তপসিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। ক্রাফটসম্যান ট্রেনিং প্রকল্পে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ্য মেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দেশের ১৪৪১৭ টি প্রতিষ্ঠান এই প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, এই যেজনায় প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষিতরা কোথায় কিভাবে চাকরি পেয়েছেন সে বিষয়ে সরকার কোনও তথ্য রাখে না। তাই এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কতজনকে চাকরি করে দেওয়া হয়েছে সে বিষয়ে পষ্টভাবে কিছু বলা সম্ভব নয়।

আরও পড়ুন- NMP প্রকল্পে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জহরের প্রশ্নের উত্তরে জানাল কেন্দ্র 

Related articles

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...
Exit mobile version