Saturday, January 31, 2026

Amdanga Temple: প্রাচীন কালীমন্দিরে চুরি! উধাও কোটি টাকার অলঙ্কার

Date:

Share post:

সশস্ত্র পুলিশ পাহারা থাকা সত্ত্বেও উত্তর ২৪ পরগনার আমডাঙায় করুণাময়ী মন্দিরে চুরি। উধাও প্রায় এক কোটি টাকার গয়না। গোটা ঘটনাটিকে ঘিরে তীব্র ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:Weather Forecast:ইনিংসের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ডিগ্রিতে

স্থানীয় সূত্রের খবর, কয়েকশো বছরের প্রাচীন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আমডাঙার এই কালী মন্দিরটি। এলাকাবাসীর দাবি, সোমবার সকালে তাঁরা জানতে পারেন মন্দিরে চুরি হয়েছে। কালীপ্রতিমার কয়েক কোটি টাকার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।খবর পেতেই মন্দির চত্বরে ছুটে যান এলাকাবাসী। সেখানে পৌঁছতেই দেখেন মন্দিরের মূল দ্বারে ঝুলছে তালা। ভিতরে রয়েছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি। এরপরই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। মন্দিরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে জ্বালানো হয় আগুন।

ইতিমধ্যেই পুলিশ এবং মন্দির কমিটির তরফে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে দুষ্কৃতীরা মন্দিরে প্রবেশ করল তা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাঁচিল টপকে ড্রিল মেশিন দিয়ে মন্দিরের জানলা কেটে কালী প্রতিমার প্রায় এক কোটি টাকার অলঙ্কার চুরি করেছে দুষ্কৃতীরা। তার মধ্যে রয়েছে খড়গ, হার-সহ একাধিক গয়না। নিয়ে গিয়েছে রূপোর আসনও। তবে এ বিষয়ে এখনও পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...