Thursday, August 21, 2025

কলকাতা পুরভোটে (KMC Election 2021) তৃণমূল কংগ্রেস, বিজেপি, নির্দলের প্রার্থী তালিকায় ছিল নতুন মুখের ছয়লাপ। পুরভোটে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের (TMC) দ্বিতীয় প্রজন্মের। ১৪৪ টির মধ্যে তৃণমূলের পেল ১৩৪ টি। বিজেপি ৩, বাম ২, কংগ্রেস ২, নির্দল ৩। পুরনির্বাচনে এ বার দলের নেতাদের পরবর্তী প্রজন্মের অনেককেই প্রার্থী করেছিল তৃণমূল নেতৃত্ব। কলকাতা পুরভোটের (KMC Election 2021) ফল বলছে, সেই সিদ্ধান্ত একেবারেই সঠিক ছিল। ভোটের ফলাফল বলছে, তৃণমূলের পরবর্তী প্রজন্মের যাত্রা পুরভোট থেকেই শুরু হয়ে গেল।

আরও পড়ুন-Goa TMC: গোয়া কংগ্রেসে ফের ভাঙন, কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন লরেনকো

প্রথমবার ভোটের-লড়াইয়ে নেমে জয়ী হলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা, নগরোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু, বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান। ফৈয়জ বিপুল ভোটে জয়ী হয়েছেন। ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী আইনজীবী অয়ন চক্রবর্তী। প্রয়াত বামনেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে প্রথম বার লড়তে দেখা গিয়েছে। এবং তিনি জিতেছেন। ১৩১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ১০৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অরিজিৎ দাস ঠাকুর। ৪৯ নং ওয়ার্ডের মোনালিসা বন্দ্যোপাধ্যায়, ৪০ নং ওয়ার্ডের সুপর্ণা দত্ত, ৪৮ নং ওয়ার্ডের বিশ্বরূপ দে, ১৪৩ নং ওয়ার্ডের কৃশ্চিনা বিশ্বাস, ১ নং ওয়ার্ডের কার্ত্তিক চন্দ্র মান্না, ২ নং ওয়ার্ডের কাকলি সেন, ৫ নং ওয়ার্ডের তরুণ সাহা, ২৫ নং ওয়ার্ডের রাজেশ সিনহা, ১০০ নং ওয়ার্ডের প্রসেনজিত দাস, ১০৭ নং ওয়ার্ডের লিপিকা মান্না, ১৩৮ নং ওয়ার্ডের ফরিদা পারভিন।

আরও পড়ুন-KMC 131: মুখে ঝামা ঘষে শোভনের শেষ সম্বল কেড়ে নিলেন রত্না

অন্যদিকে বিজেপির নতুন মুখ ৫০ নম্বর ওয়ার্ডের জয়ী প্রার্থী সজল ঘোষ। এবারের পুরসভা নির্বাচনে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। নতুন মুখ পূর্বাশা নস্কর। তিনি ১৪১ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। নির্দল প্রার্থীর আরও যাঁরা জিতেছেন তাঁরা হলেন পুরসভা ৪৩ নম্বর ওয়ার্ড থেকে আয়েশা কানিজ, ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে রুবিনা নাজ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version