Wednesday, August 27, 2025

KMC Election 2021:পুরভোটে জয়জয়কার নারী শক্তির, শাসক-বিরোধী উভয় পক্ষেই জয়ের হাসি মহিলা বিগ্রেডের

Date:

মহিলা ক্ষমতায়ন-এর উপর বরাবরই বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই একাধিকবার মহিলা ব্রিগেডের উপর আস্থা রেখেছেন। লোকসভা, রাজ্যসভা বা পুরভোট-সবক্ষেত্রেই মহিলা প্রার্থীকে বেশি করে গুরুত্ব দিয়েছেন। এবারের পুরভোটেও তার অন্যথা হয়নি। বাস্তবে মহিলার দাপট যে কতখানি, তা কলকাতার পুরভোটে দেখিয়েও দিয়েছে প্রমীলা বাহিনী। দলনেত্রীর ভরসাকে মর্যাদা দিয়েছেন তৃণমুলের ৬৪ জন মহিলা প্রার্থী। অবশ্য বিরোধী মহিলা প্রার্থীরাও  তাদের দলকে নিরাশ করেননি।

আরও পড়ুন:KMC 131: মুখে ঝামা ঘষে শোভনের শেষ সম্বল কেড়ে নিলেন রত্না

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই মেয়েদের জন্য কন্যাশ্রী-রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের মত একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এবারের পুরভোটে বিশাল সংখ্যক মহিলা প্রার্থীকে টিকিট দিয়েছিল তৃণমূল। যদিও হেভিওয়েট প্রার্থীদের জেতার বিষয়ে সংশয় ছিল না।তৃণমূল মহিলা প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন ১০৯ নম্বর ওয়ার্ডের অনন্যা বন্দ্যোপাধ্যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ৩৭ হাজার ৬৬৮ ভোটে। যদিও এনিয়ে দ্বিতীয়বার পুরভোটে জয়ী হলেন তিনি। তবে সেই সঙ্গে যোগ হয়েছিল একাধিক নতুন মুখ। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। ৬৪৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে নতুন মুখ ছিল  ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। তিনিও প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা মুখোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন। প্রথমবার ময়দানে নেমেই জয় ছিনিয়ে নিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের পূজা পাঁজা, ৪০ নম্বর ওয়ার্ডের সুপর্ণা দত্ত, ৯৩ নম্বর ওয়ার্ডের মৌসুমী দাস, ৯৬ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা গোস্বামী।

অন্যদিকে টিকিট পেয়েছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ও। জয় পয়েছেন তিনিও। আরেক হেভিওয়েট প্রার্থী ৮১ নম্বর ওয়ার্ডের জুঁই বিশ্বাসের ঝুলিতে এসেছে ৭ হাজারের বেশি ভোট। জিতেছেন ইকবাল আহমেদের মেয়ে সানা আহমেদও। বিপুল ব্যবধানে জয় পেয়েছেন শান্তনু সেনের স্ত্রী দু’নম্বর ওয়ার্ডের প্রার্থী কাকলি সেন-ও। আবার তারক সিংয়ের স্ত্রী কাকলি সিংও বড় ব্যবধানে জয় পেয়েছেন।

অন্যদিকে বিরোধীদের মহিলা ব্রিগেডও মুখ রেখেছে। বিজেপির টিকিটে প্রার্থীপদ পেয়ে ২২ নম্বর ওয়ার্ড থেকে ফের জয়ী হয়েছেন মীনাদেবী পুরোহিত। অন্যদিকে জয়ের হাসি হেসেছেন ১০৩ নম্বর সিপিআইএম প্রার্থী নন্দিতা রায় এবং সিপিআই প্রার্থী মুধছন্দা দেব। পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন ৪৩ নম্বর ওয়ার্ডের আয়েশা কনিজ, ১৩৫ নম্বর ওয়ার্ডের রুবিনা নাজ ও ১৪১ নম্বর ওয়ার্ডের পূর্বাশা নস্কর। সবমিলিয়ে এবারের কলকাতা পুরভোটে প্রমীলা বাহিনীর জয়জয়কার।

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version