Saturday, August 23, 2025

নর্থইস্ট ম‍্যাচের পারফরম্যান্স গোয়া ম‍্যাচেও ধরে রাখতে মরিয়া লিস্টোন কোলাসো

Date:

পর পর চার ম‍্যাচে হারের পর মঙ্গলবার জয়ের রাস্তায় ফিরেছে এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। নর্থইস্ট ইউনাইটেডর ( Northeast United) বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে বাগান ব্রিগেড। আর এই ম‍্যাচে জয় পেয়ে খুশি বাগান ফুটবলাররা। নর্থইস্টের বিরুদ্ধে দুরন্ত গোল করেছেন লিস্টোন কোলোস। শুধু গোল নয় গোটা ম্যাচে অসাধারণ খেলে ম্যাচের সেরা হয়েছে লিস্টন কোলাসো। নিজের এই পারফরম্যান্স এফসি গোয়ার বিরুদ্ধে ধরে রাখতে চান বাগানের এই ফুটবলার। বুধবার এমনটাই জানালেন তিনি।

এদিন তিনি বলেন,” একটানা পয়েন্ট নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই চাপ তৈরি হয়েছিল ড্রেসিংরুমে। আমরা সেটিকে অতিক্রম করেছি নর্থইস্ট ম্যাচে। নতুন কোচ নর্থইস্ট ম্যাচে কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে। আমরা সেটির কিছুটা ব্যবহার করতে পেরেছি।”

নর্থইস্টের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়েছেন। ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার ও গোল করেও খুশি নন কোলাসো। তিনি বলেন, “আমি আমার প্রথম ম্যান অফ দ্য ম্যাচ পুরষ্কার সবুজ-মেরুণ জার্সির সতীর্থদের উৎসর্গ করতে চাই। যদিও, আমি একটি গোল করে কিংবা ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সন্তুষ্ট নই কারণ আমি এবং আমার দল, অসংখ্য গোলের সুযোগ মিস করেছে। আমরা আরও বেশি গোলে জিততে পারতাম। প্রতিপক্ষ দলও গোল করেছে। আমরা নিশ্চয়ই একটি পরিকল্পনা তৈরি করব এই সমস্যাগুলি দূর করার জন্য। এখন আমাদের লক্ষ্য হল এক একটি ম্যাচ ধরে চলা এবং প্লে অফস সুনিশ্চিত করা।”

আইএসএলে পরবর্তী প্রতিপক্ষ এফসি গোয়া। সেই ম্যাচ নিয়ে কোলাসো বলেন, “আমাদের হাতে কিছু সময় রয়েছে। এফসি গোয়া খুবই পুরোনো দল। আমাদের ওদের বিরুদ্ধে গোল করতে হবে। আমার পরিবারও ম্যাচটি দেখেছে। ওরাও চায় গোয়ার বিরুদ্ধে আমায় গোল করতে। আমি আমার সেরাটা দেব। আমায় গোল করতে হবে। রয় কৃষ্ণা, হুগো বৌমোস অনেক ভালো পাস দিচ্ছে। আমি ওদের সঙ্গে খেলাটা উপভোগ করছি।”

আরও পড়ুন:Abid Ali: খেলার মাঝেই বুকে ব‍্যথা, হাসপাতালে ভর্তি পাকিস্তান ক্রিকেটার আবিদ আলি

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version