Sunday, August 24, 2025

Arjun Singh: হলফনামায় সত্য গোপনে বিপাকে অর্জুন! হাজিরা না দিলে জারি হতে পারে পরোয়ানা

Date:

বেজায় বিপাকে বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। হলফনামায় ‘মিথ্যে’ বলায় এবার চাপে তিনি। লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে হলফনামায় বিবাহ সম্পর্কিত তথ্য থেকে শুরু করে সম্পত্তির হিসেব- সবেতেই ভুল তথ্য দিয়েছেন বিজেপি (Bjp) নেতা অর্জুন। সত্য গোপন করেছেন এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য অর্জুন সিংকে সমন পাঠালো বারাকপুর আদালত। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ সকাল সাড়ে দশটায় তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। কারণ যে ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ।

বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনী হলফনামায় অর্জুন সিং জানিয়েছিলেন, তাঁর এক স্ত্রী ঊষাদেবী সিং (Ushadevi Singh) রয়েছে। কিন্তু তথ্য বলছে, অর্জুন সিংয়ের আরও এক পরিবার রয়েছে। সেখানে রয়েছেন অর্জুনের দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রাবন্তী সিং (Shrabonti Singh) এবং পুত্র অভিরূপ সিং (Abhiroop Singh)। কিন্তু একথা হলফনামায় বিজেপি নেতা জানাননি। অথচ শ্রাবন্তী সিংয়ের পাসপোর্ট পরিষ্কার জানান দিচ্ছে, তাঁর স্বামীর নাম অর্জুন সিং এবং অভিরূপ সিংয়ের বার্থ সার্টিফিকেটে বাবার নাম অর্জুন সিং।

শুধু তাই নয়, ঘোষিত সম্পত্তির পরিমাণ তিনি হলফনামায় জানিয়েছেন তাতে তিনি একটি কোম্পানির শেয়ারের কথা উল্লেখ করেননি। অথচ ব্যাঙ্গালোর ফোট ফার্ম নামে এক কোম্পানির ২ লক্ষ শেয়ার রয়েছে তাঁর নামে। হলফনামায় সত্য গোপন করা ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 125A ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগ প্রমাণ হলে বিপাকে পড়তে হবে অর্জুনকে কারণ শাস্তিযোগ্য ধারায় তার অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন- KMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version