বেজায় বিপাকে বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। হলফনামায় ‘মিথ্যে’ বলায় এবার চাপে তিনি। লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে হলফনামায় বিবাহ সম্পর্কিত তথ্য থেকে শুরু করে সম্পত্তির হিসেব- সবেতেই ভুল তথ্য দিয়েছেন বিজেপি (Bjp) নেতা অর্জুন। সত্য গোপন করেছেন এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সেই মামলায় হাজিরা দেওয়ার জন্য অর্জুন সিংকে সমন পাঠালো বারাকপুর আদালত। আগামী বছর ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ সকাল সাড়ে দশটায় তাঁকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। কারণ যে ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, সেটি শাস্তিযোগ্য অপরাধ।
বারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনী হলফনামায় অর্জুন সিং জানিয়েছিলেন, তাঁর এক স্ত্রী ঊষাদেবী সিং (Ushadevi Singh) রয়েছে। কিন্তু তথ্য বলছে, অর্জুন সিংয়ের আরও এক পরিবার রয়েছে। সেখানে রয়েছেন অর্জুনের দ্বিতীয় পক্ষের স্ত্রী শ্রাবন্তী সিং (Shrabonti Singh) এবং পুত্র অভিরূপ সিং (Abhiroop Singh)। কিন্তু একথা হলফনামায় বিজেপি নেতা জানাননি। অথচ শ্রাবন্তী সিংয়ের পাসপোর্ট পরিষ্কার জানান দিচ্ছে, তাঁর স্বামীর নাম অর্জুন সিং এবং অভিরূপ সিংয়ের বার্থ সার্টিফিকেটে বাবার নাম অর্জুন সিং।
শুধু তাই নয়, ঘোষিত সম্পত্তির পরিমাণ তিনি হলফনামায় জানিয়েছেন তাতে তিনি একটি কোম্পানির শেয়ারের কথা উল্লেখ করেননি। অথচ ব্যাঙ্গালোর ফোট ফার্ম নামে এক কোম্পানির ২ লক্ষ শেয়ার রয়েছে তাঁর নামে। হলফনামায় সত্য গোপন করা ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 125A ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। এই অভিযোগ প্রমাণ হলে বিপাকে পড়তে হবে অর্জুনকে কারণ শাস্তিযোগ্য ধারায় তার অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন- KMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?