Sunday, August 24, 2025

বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় জাতীয় সম্মেলন আয়োজন করল জে আই এস স্কুল অব পলিটেকনিক

Date:

শিক্ষার উন্নয়নে খ্যাতি অর্জন করেছে জে আই এস স্কুল অব পলিটেকনিক। প্রতিবছরের ন্যায় এবছরও জে আই এস স্কুল অব পলিটেকনিক (কল্যাণী),বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শিক্ষার উন্নয়নে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল। ১৬ থেকে ১৮ ডিসেম্বর মানবিক গুণাবলী এবং সার্বিক মূল্যবোধের ভূমিকা নিয়ে আলোচনা শীর্ষক জাতীয় সম্মেলন জে আই এস পলিকন ২০২১ আয়োজিত হয়। এ বছর এই সম্মেলন পঞ্চম বর্ষে পদার্পন করল।আলোচনার প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তৃতার সূচনা করেন কারিগরী শিক্ষামন্ত্রী ড. হুমায়ুন কবির।

আরও পড়ুন:KMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?

শিক্ষামন্ত্রী ড. হুমায়ুন কবির ছাড়াও সম্মেলনে উপস্হিত ছিলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চান্সেলর গৌতম কুমার পাল । সম্মেলনের এই আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে, জে আই স্কুল অব পলিটেকনিককে গোটা রাজ্যের মধ্যে অন্যতম সেরা কারিগরী শিক্ষার কেন্দ্র বলে ভুষিত করেন তিনি। এই সম্মেলনের মুলবক্তা ছিলেন স্বামী কালিকানন্দপুরী মহারাজ । সম্মেলনে উপস্হিত সকল বিদগ্ধ ও সম্মানীয় অতিথিবর্গের উপস্হিতিতে এ আই সি টি ই র পৃষ্ঠপোষকতায়, ছাত্র ছাত্রীদের মানসিক ও শারিরীক পুর্নাঙ্গ বিকাশের জন্য প্রতিষ্ঠানের নবনির্মিত শারিরীক ও মানসিক বিকাশ কেন্দ্রটির শুভ উন্মোচন করেন।এছাড়াও সম্মলনে জে এন এম মেডিকেল কলেজের সহ অধ্যাপক ড: মৃত্যুঞ্জয় হালদার ছাত্রছাত্রীদের ব্যক্তিগত মানোন্নয়নের উদ্দেশ্যে একটি বিশ্বমানবিক মুল্যবোধ বিষয়ক বক্তৃতা রাখেন।

সম্মেলনে উপস্থিত ড: সবিতা মিশ্র(National Resouce Person, MGNCRE) এবং ড: সি ভি গোপিনাথ ( ডিরেক্টর বি আই ই এম, বিশাখাপত্তনম) তাঁদের গুনমুগ্ধকর ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও সমৃদ্ধ করে।

এছাড়াও সম্মেলনে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রীদের উপস্হিতির হার ছিল চোখে পড়ার মতো।
জে আই এস স্কুল অব পলিটেকনিকের আয়োজিত এই সম্মেলনে, প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত প্রতিটি গবেষনা পত্র স্বমহিমায় প্রশংসার দাবিদার। সম্মেলনের শেষ দিনে একটি বিশেষ যোগাভ্যাস কর্মশালার আয়োজন করা হয়, যার পরিচালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা যোগব্যয়াম শিক্ষক ড: চঞ্চল ভট্টাচার্য।
এছাড়াও সম্মেলনের শেষদিনে ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্ঠায়, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন নাট্যকার শ্রীকুমার ভট্টাচার্যের উপস্থিতিতে পরিবেশিত হয় ‘সম্প্রীতি’ শীর্ষক একটি নাটকটি। শিক্ষাক্ষেত্রে গুণগত মান বৃদ্ধিতে জে আই এস স্কুল অব পলিটেকনিক চিরকাল যে অগ্রনী ভুমিকা গ্রহণ করে আসছে তারই আরও একটি দৃষ্টান্তের সাক্ষী রইল।

Related articles

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...
Exit mobile version