Tuesday, May 6, 2025

বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় জাতীয় সম্মেলন আয়োজন করল জে আই এস স্কুল অব পলিটেকনিক

Date:

শিক্ষার উন্নয়নে খ্যাতি অর্জন করেছে জে আই এস স্কুল অব পলিটেকনিক। প্রতিবছরের ন্যায় এবছরও জে আই এস স্কুল অব পলিটেকনিক (কল্যাণী),বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা শিক্ষার উন্নয়নে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল। ১৬ থেকে ১৮ ডিসেম্বর মানবিক গুণাবলী এবং সার্বিক মূল্যবোধের ভূমিকা নিয়ে আলোচনা শীর্ষক জাতীয় সম্মেলন জে আই এস পলিকন ২০২১ আয়োজিত হয়। এ বছর এই সম্মেলন পঞ্চম বর্ষে পদার্পন করল।আলোচনার প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তৃতার সূচনা করেন কারিগরী শিক্ষামন্ত্রী ড. হুমায়ুন কবির।

আরও পড়ুন:KMC Mayor: কলকাতা পুরসভায় মেয়র ফের ফিরহাদ হাকিম, একাধিক ডেপুটি মেয়র?

শিক্ষামন্ত্রী ড. হুমায়ুন কবির ছাড়াও সম্মেলনে উপস্হিত ছিলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চান্সেলর গৌতম কুমার পাল । সম্মেলনের এই আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে, জে আই স্কুল অব পলিটেকনিককে গোটা রাজ্যের মধ্যে অন্যতম সেরা কারিগরী শিক্ষার কেন্দ্র বলে ভুষিত করেন তিনি। এই সম্মেলনের মুলবক্তা ছিলেন স্বামী কালিকানন্দপুরী মহারাজ । সম্মেলনে উপস্হিত সকল বিদগ্ধ ও সম্মানীয় অতিথিবর্গের উপস্হিতিতে এ আই সি টি ই র পৃষ্ঠপোষকতায়, ছাত্র ছাত্রীদের মানসিক ও শারিরীক পুর্নাঙ্গ বিকাশের জন্য প্রতিষ্ঠানের নবনির্মিত শারিরীক ও মানসিক বিকাশ কেন্দ্রটির শুভ উন্মোচন করেন।এছাড়াও সম্মলনে জে এন এম মেডিকেল কলেজের সহ অধ্যাপক ড: মৃত্যুঞ্জয় হালদার ছাত্রছাত্রীদের ব্যক্তিগত মানোন্নয়নের উদ্দেশ্যে একটি বিশ্বমানবিক মুল্যবোধ বিষয়ক বক্তৃতা রাখেন।

সম্মেলনে উপস্থিত ড: সবিতা মিশ্র(National Resouce Person, MGNCRE) এবং ড: সি ভি গোপিনাথ ( ডিরেক্টর বি আই ই এম, বিশাখাপত্তনম) তাঁদের গুনমুগ্ধকর ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের গুরুত্ব আরও সমৃদ্ধ করে।

এছাড়াও সম্মেলনে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রীদের উপস্হিতির হার ছিল চোখে পড়ার মতো।
জে আই এস স্কুল অব পলিটেকনিকের আয়োজিত এই সম্মেলনে, প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত প্রতিটি গবেষনা পত্র স্বমহিমায় প্রশংসার দাবিদার। সম্মেলনের শেষ দিনে একটি বিশেষ যোগাভ্যাস কর্মশালার আয়োজন করা হয়, যার পরিচালনার দায়িত্বে ছিলেন খ্যাতনামা যোগব্যয়াম শিক্ষক ড: চঞ্চল ভট্টাচার্য।
এছাড়াও সম্মেলনের শেষদিনে ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্ঠায়, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন নাট্যকার শ্রীকুমার ভট্টাচার্যের উপস্থিতিতে পরিবেশিত হয় ‘সম্প্রীতি’ শীর্ষক একটি নাটকটি। শিক্ষাক্ষেত্রে গুণগত মান বৃদ্ধিতে জে আই এস স্কুল অব পলিটেকনিক চিরকাল যে অগ্রনী ভুমিকা গ্রহণ করে আসছে তারই আরও একটি দৃষ্টান্তের সাক্ষী রইল।

Related articles

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...
Exit mobile version