Ipl: আইপিএলে কেকেআরের প্রাক্তনীকে সহকারী কোচ করল লখনউ

'কৃতজ্ঞ লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে', বলেন দাহিয়া

আসন্ন আইপিএলের ( IPL) জন‍্য দল গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আইপিএলের নতুন দল লখনউ( Lucknow)। কোচ, মেন্টর নিয়োগের পর এ বার সহকারী কোচও নিয়োগ করে ফেলল সঞ্জীব গোয়েঙ্কার দল। বুধবার সহকারী কোচ হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় দাহিয়াকে(Vijay Dahiya)নিযুক্ত করল লখনউ।

লখনউয়ে যোগ দিয়ে দাহিয়া বলেন,”লখনউয়ে কাজ করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি অভিভূত এবং আপ্লুত। কৃতজ্ঞ লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে।”

বুধবার লখনউয়ের তরফ থেকে এদিন জানান হয়, “ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার বিজয় দাহিয়াকে সহকারী কোচ করা হচ্ছে। হরিয়ানার এই প্রাক্তন ক্রিকেটার বর্তমানে উত্তর প্রদেশের রাজ্য দলের কোচ। সেখান থেকেই তিনি যোগ দেবেন লখনউয়ে।”

এর আগে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন দাহিয়া। এছাড়া দিল্লি রঞ্জি দলের কোচ থাকাকালীন দিল্লি ক্যাপিটালসের ট্যালেন্ট স্কাউট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতের হয়ে দুটি টেস্ট ও ১৯টি একদিনের আন্তর্জাতিক ম‍্যাচ খেলেছেন দাহিয়া।

আরও পড়ুন:India-SouthAfrica: ভারতের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে সমীহ প্রোটিয়া অধিনায়কের


Previous articleKejriwal: তৃণমূলের বিস্তারে আশঙ্কিত আপ! গোয়া নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের মোক্ষম জবাব সুখেন্দুশেখরের
Next articleOmicron: চোখরাঙাচ্ছে ওমিক্রন, জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর