UNICEF P​hoto of The Year 2021: প্রথম স্থানে বাংলার সুপ্রতিম, দ্বিতীয় সৌরভ

ডানদিকে ফটোগ্রাফার সুপ্রতিম ভট্টাচার্য

ভারতের জয়জয়কার ইউনিসেফের ফটো অফ দ্য ইয়ার (UNICEF ​​Photo of The Year 2021) প্রতিযোগিতায়। ২০০০ সাল থেকে প্রতি বছর ইউনিসেফ জার্মানি “ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার পুরষ্কার” প্রদান করেছে ফটো এবং ফটো সিরিজের ওপর। যা বিশ্বব্যাপী শিশুদের ব্যক্তিত্ব এবং জীবনযাত্রার অবস্থাকে অসামান্যভাবে তুলে ধরে। এবারও তার অন্যথা হয়নি। ইউনিসেফের ফটো অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছেন ভারতীয় ফটোগ্রাফাররাই। প্রথম স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের সুপ্রতিম ভট্টাচার্য (Supratim Bhattacharjee)। দ্বিতীয় স্থানে সৌরভ দাস (Sourav Das)। এবং তৃতীয় বিজয়ী হলেন ইরাকি কুর্দ ইউনেস মহম্মদ (Iraqi Kurd Younes Mohammad)।

ভারতীয় ফটোগ্রাফার সুপ্রতিম ভট্টাচার্যের (Supratim Bhattacharjee) ছবি ইউনিসেফের বছরের সেরা ছবি। সুন্দরবনের একটি মেয়ের ছবি নিয়ে প্রতিযোগিতায় জিতেছেন সুপ্রতিম। মেয়েটির বাড়ি মারাত্মক ঘূর্ণিঝড় এবং বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে।

আরও পড়ুন-যুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করবে রাশিয়ার এস-৪০০ মিসাইল, মোতায়েন পাঞ্জাব সীমান্তে

সুপ্রতিম ভট্টাচার্য বারুইপুরের বাসিন্দা। তাঁর জন্ম ১৯৮৩ সালে। ঘূর্ণিঝড়ের পরেরদিন সুপ্রতিম যখন ছবি তোলার জন্য এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন ঠিক সেই সময় এগারো বছর বয়সী পল্লবী পাড়ুয়াকে তিনি দেখেন। ছবি তোলেন। সুপ্রতিম বলেন, ঝড়ে মেয়েটির চায়ের দোকান এবং নামখানা দ্বীপে তাদের বাড়ি ভেসে গিয়েছে। সুপ্রতিম জানান, “ঝড় মেয়েটির বাড়ি-ঘর তছনছ করে দিলেও তার মুখে রাগ স্পষ্ট। তার শক্তিশালী মুখ আমাকে তার ছবি তুলতে বাধ্য করেছে।”

ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার-এ (UNICEF ​​Photo of The Year 2021) ভারতীয় ফটোগ্রাফার সৌরভ দাস (Sourav Das) রয়েছে দ্বিতীয় স্থানে। জামুরিয়ার দরিদ্র শিশুদের অভিনব পন্থায় শিক্ষা দিয়ে খ্যাতি অর্জন করেছেন “রাস্তার মাস্টার” দ্বীপ নারায়ণ নায়েক। সেই ছবি তুলেই ইউনিসেফের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ দাস।

সৌরভ দাসের ছবি

তৃতীয় বিজয়ী হলেন ইরাকি কুর্দ ইউনেস মহম্মদ (Iraqi Kurd Younes Mohammad)। তিনি ইরাকের ইরবিলের বাসিন্দা।

 

Previous articleযুদ্ধবিমানকে আকাশেই ধ্বংস করবে রাশিয়ার এস-৪০০ মিসাইল, মোতায়েন পাঞ্জাব সীমান্তে
Next articleEarthquake:সাতসকালেই কেঁপে উঠল কর্ণাটক, ভূকম্পনের মাত্রা ৩.৩