Sunday, May 18, 2025

বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফের গুলিতে নিহত এক । মৃত ব্যক্তি গরু পাচারকারী বলে দাবি সীমান্তরক্ষী বাহিনীর। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে দিনহাটা থানার গীতালদহের জারিধরলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার আরও একজন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। বিএসএফের গুলিতে তাঁরও মৃত্যু হয়েছে বলে দাবি। যদিও তাঁর কোনও হদিশ মেলেনি। পুলিশ একজনেরই মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, একজনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

আরও পড়ুন:West Bengal Municipal Election: হাওড়া, বালি ছাড়া বাকি পুরসভায় ভোট হতে পারে ফেব্রুয়ারির মধ্যে

বিএসএফ সূত্রে খবর, দিনহাটা মহকুমার অন্তর্গত গীতালদহ ২ নং পঞ্চায়েত এলাকায় সীমান্তের গ্রাম কাশিমঘাটে টহল দেওয়ার সময় জওয়ান কয়েকজন পাচারকারীকে দেখতে পান। তাঁরা গরু পাচার করছিলেন বলে অভিযোগ। সেসময় বাধা দিতে যায় বিএসএফ। কিন্তু পাচারকারীরা জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তাতে জওয়ানরা ৬ রাউন্ড গুলি চালান।এরপরই গুলিবিদ্ধ হন লুৎফর রহমান নামক এক ব্যক্তি। আহত পাচারকারীকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে আসা হলে সকাল সাড়ে ৬টা নাগাদ মৃত্যু হয় তার।পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি এলাকায় পাচারকারী হিসাবে পরিচিত। তার স্ত্রীও মাদকপাচার সংক্রান্ত মামলায় জেলে রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।

যদিও মৃত পাচারকারী লুৎফরের জামাইবাবু পাচারের কথা স্বীকার করতে নারাজ। তিনি বলেছেন, ‘‘লুৎফর বেশ কিছু দিন ধরে মাটি কাটার কাজ করছিল। কেন এ রকম হল, তা বুঝতে পারলাম না। আজ সকালে শুনলাম বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।’’ পাচারের ঘটনার সঙ্গে যুক্ত এই এলাকার আরও একজন বাসিন্দা খগেন মিয়া বর্তমানে নিখোঁজ। ফলসরূপ এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Related articles

পারিবারিক বিবাদের জেরে উস্তিতে যুবক খুন, এক মহিলা-সহ আটক ৫

দক্ষিণ ২৪ পরগনার উস্তি (Usti, South 24 Parganas) থানার অন্তর্গত উত্তরকুসুম গ্রাম পঞ্চায়েতের হালদার হাট এলাকায় জমিজমা দিয়ে...

বৃষ্টিতে ছিটকে গেল কেকেআর, এক বল না খেলেও প্লেঅফের শীর্ষে বেঙ্গালুরু

প্রত্যাশা মতোই কোহলির জয়ধ্বনি দিতে শনিবার সন্ধ্যায় সাদা জার্সিতে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হাজির ছিলেন 'বিরাট' (Virat Kohli) ভক্তরা।...

মহাকাশের স্যাটেলাইট স্থাপনে ব্যর্থ ISRO, উৎক্ষেপনের পরেই বাতিল অভিযান!

রবিবার সকালে ভারতীয় মহাকাশ গবেষণায় (ISRO) নতুন পালক জুড়ে যাওয়ার কথা ছিল। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) স্থাপনের...

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...
Exit mobile version