West Bengal Municipal Election: হাওড়া, বালি ছাড়া বাকি পুরসভায় ভোট হতে পারে ফেব্রুয়ারির মধ্যে

রাজ্যের বাকি জেলাগুলিতে পুর নির্বাচন (West Bengal Municipal Election) কবে হবে, তার ইঙ্গিত মিলল। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২২ জানুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ১১০টি পুরসভায় নির্বাচন হতে পারে।

কমিশন সূত্রে খবর, কলকাতার পর বাকি জেলাগুলির পুরসভাগুলিতে (West Bengal Municipal Election) দু’দফায় পুরভোট শেষ করার কথা ভাবছে রাজ্য। আগামী ২২ জানুয়ারি এবং ২৭ ফেব্রুয়ারি রাজ্যের মোট ১১২টি পুরসভার মধ্যে ১১০টি পুরসভায় ভোট হতে পারে। তবে রাজ্যপালের অনুমোদন না পাওয়ায়  বাকি থাকবে হাওড়া এবং বালির পুরভোট। এ ব্যাপারে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা জমা দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

আরও পড়ুন: Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র চুরি

কমিশন সূত্রে জানা গিয়েছে, বড় জেলাগুলির পুরসভায় আগে নির্বাচন হবে। বৃহস্পতিবারই রাজ্যের বাকি জেলার পুরসভাগুলির ভোটের সম্ভাব্য দিন ঘোষণা করতে পারে কমিশন।

Previous articleCovid in Nadia: কল্যাণীতে একই স্কুলের ২৯ জন পড়ুয়া কোভিড পজিটিভ, আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা
Next articleনিজের পায়ে কুড়ুল মেরে নিশ্চিহ্ন হওয়ার পথে বিজেপি”, টুইটে ফের তোপ তথাগতর