Thursday, November 13, 2025

দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫৮, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের

Date:

নতুন করে গোটা পৃথিবীর মাথাব্যথার কারণ হয়ে উঠেছে করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রন(Omicron)। এই ভ্যারিয়েন্টকে সামাল দিতে লকডাউনের(Lockdown) পথে হেঁটেছে একাধিক দেশ। ভারতেও(India) এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে ক্রমাগতভাবে। এবার জানা গেল নয়া ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা ভারতে ছাড়িয়ে গিয়েছে সাড়ে তিনশোর বেশি।

তবে ওমিক্রন এ আক্রান্তের সংখ্যা বাড়লেও সার্বিকভাবে দেশে করোনার পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তিদায়ক। শুক্রবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৬৫০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫৮। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩৭৪ জন। মৃত এবং আক্রান্ত দুটোই আগের দিনের থেকে খানিকটা কম। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ১৩৩ জন।

আরও পড়ুন:পশ্চিমী ঝঞ্ঝায় চড়ছে পারদ, বড়দিনের আগে উষ্ণতা বাড়ছে শহরের

পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও কমে আসছে ক্রমাগতভাবে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৭ হাজার ৫১৬ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৯৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৫১ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। যেভাবে ওমিক্রন স্ট্রেনের সংখ্যা দেশজুড়ে বেড়ে চলেছে তাতে বিশেষজ্ঞদের আশঙ্কা ওমিক্রনের প্রভাবে আগামী বছরের শুরুতেই দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে।

Related articles

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...
Exit mobile version