Thursday, December 25, 2025

Tripura: অভিষেককে আটকাতে ফের ‘ষড়যন্ত্র’ বিপ্লব দেবের, বিজেপিকে তুলোধনা সুবল ভৌমিকের

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে তৃণমূলকে ঠেকাতে হামলা- মামলার পাশাপাশি একের পর এক ষড়যন্ত্র করে চলেছেন বিপ্লব দেব(Biplab Deb)। আগামী ২ জানুয়ারি ত্রিপুরা সফরের কথা রয়েছে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)। তার আগে জানুয়ারি থেকে এই রাজ্যে করোনার বিধি লাগু করার ‘ষড়যন্ত্র’ করল বিজেপি সরকার। অথচ ডিসেম্বরের শেষ সপ্তাহে একের পর এক কর্মসূচি পালন করছেন খোদ মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার বিজেপি সরকারকে তুলোধনা করলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক(Subal Bhowmik)।

ত্রিপুরায় পুরসভা নির্বাচনে ইতিমধ্যেই দ্বিতীয় শক্তি উঠে এসেছে তৃণমূল। আসন্ন বিধানসভা নির্বাচনে গদি হারানোর আশঙ্কায় ভুগছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। প্রতিবেশী এই রাজ্যে জোরকদমে শুরু হয়েছে তৃণমূলের সংগঠন বৃদ্ধির কাজ। ফলস্বরূপ যেনতেন প্রকারেণ তৃণমূলকে ঠেকানো উদ্দেশ্য হয়ে উঠেছে বিপ্লব দেবের। এটাই স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়ে এদিন সুবল ভৌমিক বলেন, “বিপ্লব দেবের মন্ত্রী ভবিষ্যদ্বাণী করেছেন জানুয়ারি থেকে রাজ্যে প্রবল আকার ধারণ করবে করোনা। অথচ গতকাল বামেরা রাজ্যে বড় কর্মসূচি করেছে। শনিবার আজাদির অমৃত মহোৎসব উপলক্ষে ব্যাপক জনসমাগম সহ কর্মসূচি করছেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তখন করোনার সমস্যা হচ্ছে না। করোনা সমস্যা ১ জানুয়ারি থেকে শুরু হবে। কারণ ২ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে আসছেন। পুরনো ছকে তাঁকে আটকাতে হবে।”

আরও পড়ুন:কাঁথিতে কলেজ পড়ুয়াদের CRPF দিয়ে মার খাওয়ালেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

পাশাপাশি তিনি আরও বলেন, “৫ জানুয়ারি ১৫ দফা দাবি সহ তৃণমূলের তরফে রাজভবন অভিযান রয়েছে। এখানে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে হাজার হাজার মানুষ যোগ দেবেন। যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে আমাবাসাতে আজ মুখ্যমন্ত্রী যে কর্মসূচি পালন করছেন তা বন্ধ করুন। আপনারা রাজনৈতিক মিটিং মিছিল করলে সেখানে ওমিক্রন আসে না , করোনা সমস্যা হয় না। শুধু তৃণমূল করলে করোনা সহ নানা সমস্যা দেখা দেয়। আমরা সবটা বুঝেছি। এই বিজেপি সরকার তৃণমূল আতঙ্কে ভুগছে। তাই তৃণমূলকে কোন সভা করতে দেওয়া হচ্ছে না মিছিল করতে দেওয়া হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্বরা আসলে তাদেরকে আটকাতে কোভিড প্রটোকল লাগু করা হচ্ছে।”

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...