Friday, November 28, 2025

অন্তর্দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি, এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরও ৪ বিধায়ক

Date:

Share post:

লাগাতার ‘বিদ্রোহে’ রীতিমতো বেহাল অবস্থা রাজ্য বিজেপির(BJP)। সম্প্রতি মতুয়া সংগঠনের প্রতিনিধি পাঁচ বিজেপি বিধায়কের হোয়াটসঅ্যাপ ত্যাগের পর এবার দলের রাজ্য এবং জেলার বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গেলেন বাঁকুড়ার (Bankura) চার বিজেপি বিধায়ক। জানা গিয়েছে, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ হয়ে বাঁকুড়া এবং বিষ্ণুপুর দুটি সাংগঠনিক জেলার বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন ওই চার বিজেপি বিধায়ক।

শনিবার বিজ্ঞপ্তি পেশ করে অন্যান্য জেলার পাশাপাশি এই দুটি সাংগঠনিক জেলার সভাপতি বদল করে রাজ্য বিজেপি। এরপরই একে একে গ্রুপ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। সূত্রের খবর, নয়া সভাপতি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ওই চার বিধায়ক। নতুন সভাপতির হাতে দায়িত্ব উঠলে জেলার সংগঠন ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তাই অবিলম্বে যোগ্য নেতৃত্বের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। এমনকি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছেন ওই বিধায়করা। সব মিলিয়ে বঙ্গ বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব আরো জোরালো হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত শনিবার বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের দলীয় কোন্দল ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। কমিটিতে মতুয়া সংগঠনের কোন প্রতিনিধিকে জায়গা না দেওয়ায় ক্ষুব্ধ মতুয়ারা। ইতিমধ্যেই ৫ বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন বিজেপির। এরা হলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, কল্যানীর বিধায়ক অম্বিকা রায়, গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, রানাঘাট দক্ষিণের বিধায়ক মকুটমণি অধিকারী, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। জল এত দূর গড়িয়েছে যে এ বিষয়ে জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে সমস্যা সমাধানের আর্জি জানাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এবার অন্যান্য জেলাগুলিতেও বিজেপির ভাঙন দশা স্পষ্ট হয়ে উঠছে।

আরও পড়ুন- Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফি চ‍্যাম্পিয়ন হিমাচল প্রদেশ

 

 

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...