India Team: রাহুলের শতরানের ওপর ভর করে প্রথম দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল

ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ২৭২।

ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ২৭২। ভারতের হয়ে দুরন্ত শতরান কে এল রাহুলের (Kl Rahul)। ১২২ রানে অপরাজিত তিনি।

প্রথম টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে শুরুটা ভালোই করল বিরাট কোহলির( Virat Kohli) দল। শুরুতেই দলকে শক্ত ভিতের উপরে দাঁড় করিয়ে দেয় কে এল রাহুল এবং ময়ঙ্ক আগারওয়াল। ১২২ রানে অপরাজিত ভারতের সহ-অধিনায়ক কে এল রাহুল। ৬০ রান করেন ময়ঙ্ক আগারওয়াল। তবে এদিনও ব‍্যর্থ চেতেশ্বর পুজারা। শূন‍্য রান করেন তিনি। ৩৫ রান করেন অধিনায়ক বিরাট কোহলি। ৪০ রানে অপরাজিত অজিঙ্কে রাহানে। প্রোটিয়াদের হয়ে তিন উইকেট নেন নুঙ্গি এনগিডি।

আরও পড়ুন:Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফি চ‍্যাম্পিয়ন হিমাচল প্রদেশ

Previous articleঅন্তর্দ্বন্দ্বে জর্জরিত বঙ্গ বিজেপি, এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরও ৪ বিধায়ক
Next articleJodhpur: ফেলে দেওয়া বর্জ্য-আবর্জনা থেকে ব্যবসা করে আজ কোটিপতি!