Saturday, November 22, 2025

Kultali: কুলতলিতে চারদিন ধরে বাঘে মানুষে লুকোচুরি, বাড়ছে আতঙ্ক

Date:

Share post:

চতুর্দিকে পায়ের ছাপ স্পষ্ট। বিকট গর্জন জানান দিচ্ছে কুলতলিতে (Kultali) লোকালয়ের আশেপাশেই রয়েছে বাঘ (Tiger)। কিন্তু চারদিন পরেও খাঁচাবন্দি করা যায়নি।

বন দফতর দুটি খাঁচা পেতেছে। সকাল পর্যন্ত বন দফতরের অনুমান ছিল, কেল্লার জঙ্গলেই লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল। তাই  গরানকাঠির ডোঙ্গাজোড়া গ্রাম লাগোয়া ওই জঙ্গলে তার ছাপ খুঁজতে শুরু করেন বন দফতরের কর্মীরা। কিন্তু জঙ্গলের অন্যপাশে মিলেছে বাঘের পায়ের নতুন ছাপ।
যার নিট ফল, আশেপাশের গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। দেওয়া হয়েছিল ছাগলের টোপ। কিন্তু খাঁচা শূন্যই থেকে গিয়েছে।

এরপরই দেখা যায়, পার্শ্ববর্তী ডোঙ্গাজোড়ে শেখপাড়া গ্রামে বাঘের পায়ের ছাপ। বিশেষজ্ঞরা বলছেন , গত চারদিন ধরে একের পর এক জায়গা পরিবর্তন করেছে বাঘটি। ডোঙ্গাজোড়ায় পায়ের ছাপ মেলায় সেখানকার বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।

প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করে দিতে চলছে মাইকে প্রচার। গ্রামবাসীরা যাতে বাড়ি থেকে না বেরোন, বাড়ির দরজা বন্ধ রাখেন, সেই প্রচার চালানো হচ্ছে। খুবই শীঘ্রই ওই এলাকাও জাল দিয়ে ঘিরে ফেলা হবে বলে জানা গেছে। বন দফতরের কর্মীরা তন্নতন্ন করে অভিযান শুরু করেছেন। বলা চলে বাঘের মানুষে রীতিমতো লুকোচুরি চলছে।

এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না পর্যটকদের (Tourist)। বন দফতর (Forest Department) ও কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে মাইকে প্রচার চালাচ্ছেন। কিছুদিন আগেই বাঘ ঢুকে পড়েছিল  মৈপীঠের গ্রামে।  দিনভর উৎকণ্ঠার পর  অবশেষে খাঁচাবন্দি করা হয় রয়্যাল বেঙ্গলকে। বাঘকে খাঁচাবন্দি দেখে হাঁফ ছেড়ে বাঁচেন ভুবনেশ্বরীর গ্রামের বাসিন্দারা।

বাঘের দেখা পাওযার খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ রায়ের বাহনকে দেখতে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের ভুবনেশ্বরী গ্রামে লোকে লোকারণ্য হয়ে যায়। ঘটনার দিন ভোরে একঝলক দেখা দিয়েই পাক ধান খেতের মধ্যে মিশে গিয়েছিল হলুদ-ডোরাকাটা শরীরটা।কয়েকজন গ্রামবাসীর কাছ থেকে বাঘের খবর পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। জল আর জঙ্গলে ঘেরা সুন্দরবনের এই লোকালয়ে রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা জানতে পেরেই তড়িঘড়ি চলে আসে বন দফতর ও পুলিশ।শুরু হয় বাঘকে বাগে আনার তোড়জোড়।পাতা হয় ফাঁদ। জাল দিয়ে ঘিরে ফেলা হয় ধানের খেত। অবশেষে খাঁচাবন্দি করা হয় বাঘটিকে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

 

spot_img

Related articles

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...

এসআইআর কাজে বিএলওদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে! জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর-এর কাজ যাতে নির্বিঘ্নে এগোয়, সেই নির্দেশ ফের স্পষ্ট করল নবান্ন।...

রুক্মিনীর উপস্থিতিতে গোয়ার চলচ্চিত্র উৎসবে ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রথম স্ক্রিনিং

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অর্থাৎ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম স্ক্রিনিং হল চিরঞ্জিৎ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্র (Rukhmini...