Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) ভারত-দক্ষিণ আফ্রিকা  প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৩ উইকেট হারিয়ে ২৭২। ভারতের হয়ে দুরন্ত শতরান কে এল রাহুলের। ১২২ রানে অপরাজিত তিনি।

২) বিজয় হাজারে ট্রফি চ‍্যাম্পিয়ন হল হিমাচল প্রদেশ। রবিবার ফাইনালে ১১ রানে ভিজেডি প্রক্রিয়ায় জিতল তারা। ফাইনালে হিমাচল প্রদেশ প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু। এই জয়ের ফলে ইতিহাস তৈরি করল হিমাচল প্রদেশ।

৩) ম‍্যাচ চলাকালীন মাঠে মৃত্যু হল এক ফুটবলারের। ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার ঘরোয়া লিগে। আলজেরিয়ার ঘরোয়া লিগের খেলা চলাকালীন নিজের দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় আলজেরিয়া ফুটবলার সোফিয়ানে লৌকারের। তার কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় তাঁর।

৪) করোনায় আক্রান্ত ২০২২ এটিপি কাপে অংশ নিতে যাওয়া কানাডা দলের অন্যতম সদস্য ডেনিস শাপোভালভ। ২২ বছর বয়সি তারকা সে কথা জানিয়েছেন। গত সপ্তাহে শাপোভালভ আবু ধাবিতে বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপের প্রদর্শনী প্রতিযোগিতায় খেলেছিলেন।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Previous articleWeather Forecast:আরও বাড়ল তাপমাত্রা, শীতেও ফের বৃষ্টির পূর্বাভাস
Next articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ