Wednesday, May 7, 2025

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, বিধায়ককে ব্যাপক মার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের

Date:

ত্রিপুরার(Tripura) মাটিতে ফিরে একবার তৃণমূলের(TMC) উপর বেলাগাম হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এবার হামলার শিকার হলেন তৃণমূল বিধায়ক আশিস দাস(Ashish Das)। আগরতলার ধর্মনগরের কাছে বিধায়কের গাড়ি আটকে মারধোর চালানো হয়। ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তরফে এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে ত্রিপুরা তৃণমূলের তরফে।

জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে চাঁদপুর থেকে ধর্মনগরে যাচ্ছিলেন তৃণমূল বিধায়ক আশিস দাস। পথে তার গাড়ি ঘিরে ধরে বেশ কয়েক জন দুষ্কৃতী। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এরপর কিল-ঘুসি-চড় চালানো হয় বিধায়কের ওপর। ছিড়ে দেওয়া হয় জামা কাপড়। এই দুষ্কৃতীরা বিপ্লব দেবের অনুগামী বলে অভিযোগ তুলেছেন বিধায়ক। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই বিধায়ক।

আরও পড়ুন:Ravi Shastri: হঠাৎ কেন টেস্ট থেকে অবসর নিয়েছিলেন ধোনি? জানালেন শাস্ত্রী

ন্যাক্কারজনক হামলার পর ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। লিখিত বিবৃতিতে গোটা ঘটনাকে বিজেপির গুন্ডারাজ বলে চিহ্নিত করা হয়েছে। এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করে বিজেপির বিরুদ্ধে সমবেত হওয়ার ডাক দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, এদিনই কাঞ্চনপুরে শতাধিক মানুষ আশিস দাসের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে আরও শক্তিশালী হয়েছে তৃণমূল। তা মেনে নিতে না পেরে বিধায়কের উপর বিজেপি এই হামলা চালিয়েছে বলে অভিযোগে সরব ত্রিপুরার ঘাসফুল শিবির। জানুয়ারিতেই ত্রিপুরা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরে এই বিষয়টি নিয়ে ফের প্রতিরোধ গড়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Related articles

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা...

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্ণিশ সচিন, ধওয়ানদের

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গী ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত...

৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক ২০২৫ এর ফলাফল। পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East Midnapore)। দ্বিতীয় স্থানে...

উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, এগিয়ে ছাত্ররা! শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Result 2025) ফল প্রকাশিত হল। চলতি বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। সোশ্যাল...
Exit mobile version