পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা হয়। এই নিয়ে ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে নাম না করে পাকিস্তানকে নিশানা করেছেন অভিষেক। তাঁর কথায়, উপসর্গের চিকিৎসা বন্ধ করে সরাসরি রোগের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে।
সাধারণ জনজীবনে ক্ষতি না করে জঙ্গি ঘাঁটিকে ধুলিসাৎ করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অভিষেক (Abhishek Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) লেখেন,
“আমাদের ভাগ করার বহিরাগত অপচেষ্টার মুখে ভারতের ঐক্যকে পুনঃপ্রতিষ্ঠিত করে এমন এই শক্তিশালী আঘাতের জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ। নির্ভুল, সংযম ও শৃঙ্খলার সঙ্গে আক্রমণ করার জন্য তাদের অতুলনীয় সাহসিকতা এবং অসাধারণ বীরত্বের জন্য আমি আমাদের সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাই!
ভারতের সীমা অতিক্রম না করে বা নিরীহ জীবনকে বিপন্ন না করে জঙ্গি ঘাঁটিকে নিষ্ক্রিয় করেছে। এটি ভারতের শক্তি- দৃঢ় সংকল্পে অনড়, কর্মে সম্মানিত!“
আরও খবর: পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী
নাম না করে পাকিস্তানকে (Pakistan) নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, শুধু জঙ্গিদের ধ্বংস করলে হবে না, সন্ত্রাসবাদী যারা তৈরি করে তাদের খতম করার সময় এসে গিয়েছে। অভিষেক লেখেন, ”আসুন একটি বিষয়ে স্পষ্ট থাকি- একটি উন্মত্ত কুকুরকে হত্যা করলে হুমকি থামবে না যদি প্রজননকারী এখনও জীবিত থাকে এবং আরও বাড়ানোর ষড়যন্ত্র করে। আসল সমস্যা উন্মত্ত কুকুর নয়, বরং সেই জঘন্য হ্যান্ডলার যে প্রজনন করায়, প্রশিক্ষণ দেয় ও সন্ত্রাস করে। স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বিশ্বকে উঠে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসবাদের জন্ম, প্রশিক্ষণ ও ছড়ানোর উৎসটিকেই ধ্বংস করতে হবে। এখনই সময় এসেছে উপসর্গের চিকিৎসা বন্ধ করে সরাসরি রোগের বিরুদ্ধে লড়াই করার।
জয় হিন্দ!”
Thank you @adgpi for this powerful image that reaffirms India’s unity in the face of external attempts to divide us. I salute our armed forces for their unmatched bravery and extraordinary valour for striking with precision, restraint and discipline!
INDIA neutralised terror… pic.twitter.com/4LsfRHpKSD
— Abhishek Banerjee (@abhishekaitc) May 7, 2025
–
–
–
–
–
–
–
–
–
–
–