উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃতিদের পাশাপাশি অকৃতকার্যদেরও উৎসাহ এগিয়ে যাওয়ার উৎসাহ দেন তিনি।
এক্স হ্যান্ডেলে (X-Handle) মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)লেখেন, “আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছ, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি ভবিষ্যতে তোমরা আরও সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে।
আজ তোমাদের জীবনের এই বিশেষ দিনে আমি তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক –সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তোমরা এত ভালো ফল করেছো।”
এর পাশাপাশি, যাঁদের ফলে ভালো হয়নি, তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন,
“আর যারা হয়তো আশানুরূপ ফল করতে পারোনি, তাদের আমি বলবো, মন খারাপ কোরও না একদম। চেষ্টা চালিয়ে যাও। দেখবে পরের বার ঠিক ভালো হবে।
তোমাদের সবাইকে আমার অনেক আশীর্বাদ আর ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব ভালো থেকো।”
আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরো সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে।
আজ তোমাদের জীবনের এই বিশেষ দিনে আমি তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা,…
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2025
আরও খবর: ৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা
উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। সার্বিকভাবে পাশের হারে এগিয়ে ছাত্ররা। জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় কলকাতা।
–
–
–
–
–
–
–
–
–