Saturday, August 23, 2025

বস্তি উচ্ছেদ নয়, উন্নয়নকে প্রাধান্য দেওয়াই লক্ষ্য নতুন পুরবোর্ডের, বলছেন ডেপুটি মেয়র অতীন

Date:

Share post:

ফের একবার কলকাতা পুরসভার (KMC) ডেপুটি মেয়রের (Deputy Meyor) দায়িত্ব নিলেন দীর্ঘদিনের কাউন্সিলর অতীন ঘোষ (Atin Ghosh). একই সঙ্গে তাঁর হাতে থাকছে পুরসভার স্বাস্থ্য দপ্তর (Health Department)। কলকাতার চিরাচরিত ডেঙ্গু-ম্যালেরিয়া হোক কিংবা গত দু’বছরে করোনা (Corona) মহামারি, শহরবাসীর সুরক্ষায় অতীন ঘোষের নেতৃত্বে তা কড়া হাতে মোকাবিলা করেছে কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর।

ডেপুটি মেয়রের পাশাপাশি এবারও স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব তাঁর কাঁধেই ন্যস্ত হয়েছে। এর আগে ভ্যাকসিন থেকে শুরু করে টেস্ট, সবকিছুই করেছে কলকাতা পুরসভা। এখনও মহামারি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেনি তিলোত্তমা। গোদের ওপর বিষফোঁড়া মত থাবা বসাতে শুরু করেছে ওমিক্রন। যদিও ওমিক্রন নিয়ে এখনও সেভাবে চিন্তিত নন বলেই জানালেন অতীন ঘোষ। তবে করোনা যেভাবে মোকাবিলা করা হয়েছে। ওমিক্রনের বাড়বাড়ন্ত হলে মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা।

তবে একুশের বিধানসভা নির্বাচনে অতীন ঘোষ কাশীপুর-বেলগাছিয়া থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন। ফলে পুরসভার পাশাপাশি বিদায় হিসেবে বাড়তি দায়িত্ব নিতে হচ্ছে তাঁকে। যদিও তিনি এটাকে কোনও চাপ হিসেবে মানতে রাজি নন। জানালেন, মানুষের জন্য কাজ করতে ভালো লাগে। সেটা আরও ভালোভাবে করতে হবে।

নতুন করে আবার দায়িত্ব পেলেন পুরসভার। অতীন ঘোষ বলছেন, নতুন নয়, পুরোনো দায়িত্ব নতুনভাবে। কী পদে আছেন সেটা নিয়ে ভাবনা নয়। অনেক কাজ করতে হবে এটা নিয়েই নতুন করে ভাবনা চিন্তা। দায়িত্ব ভাগ হওয়ার পর ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে।

দীর্ঘদিন কাউন্সিলর ও মেয়র পারিষদ থাকার সুবাদে নিজের ১১ নম্বর ওয়ার্ডকে ঢেলে সাজিয়েছেন। মডেল ওয়ার্ডের রূপ দিয়েছেন। কিন্তু উন্নয়নের কোনও সীমারেখা হয় না। তাই আরও বেশি বেশি উন্নয়ন করতে হবে বলেই মনে করেন অতীন ঘোষ।

নতুন পুরবোর্ড গঠিত হওয়ার পর কোন কাজটিকে অগ্রাধিকার দেবেন? অতীন ঘোষের কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বস্তিবাসী মানুষের জীবন আরও সুন্দর ও স্বাস্থ্যকর করার যে কথা বলেছেন, সেই কাজে অগ্রাধিকার দেওয়াই অন্যতম লক্ষ্য। কলকাতায় বস্তি থাকবে না। আর পাঁচজন মানুষ যেভাবে থাকে, বস্তিবাসীদের বসবাসের জন্য সেভাবেই আধুনিক ভাবনা-চিন্তা করা হচ্ছে পুরসভার তরফে।”

আরও পড়ুন:Vaccine: করোনা প্রতিরোধে আরও একধাপ এগোল ভারত, ছাড়পত্র পেল আরও দু’টি প্রতিষেধক

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...