Friday, November 7, 2025

কলকাতা পুরসভায় মেয়রের ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান, বসতে চলেছে চাঁদেরহাট

Date:

Share post:

অপেক্ষা মাহেন্দ্রক্ষণের। পুরভোটে রেকর্ড ফলাফলের পর দ্বিতীয়বার কলকাতার মেয়র (Mayor of Kolkata) হিসাবে শপথ নিতে চলেছেন ফিরহাদ হাকিম (Forhad Hakim)। ৩৮তম মেয়র হিসাবে শপথ নেবেন ফিরহাদ। সাধারণ টাউন হল এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। কিন্তু এই প্রথম নজির গড়ে পুরসভার লনেই শপথ নেবেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh), চেয়ারপার্সন মালা রায় (Mala Roy) সহ একাধিক মেয়র পারিষদ। আর এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত চাঁদেরহাট বসতে চলেছে ঐতিহ্যবাহী কলকাতা পুরসভার লনে।

এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে শহরের বিশিষ্টজনদের আমন্ত্রণ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কলকাতার শেরিফ মণিশংকর মুখোপাধ্যায়। এছাড়াও আমন্ত্রিত আছেন কবি জয় গোস্বামী, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, অভিনেতা দেব, ডাঃ কুণাল সরকার, অপূর্ব ঘোষ, অভিজিৎ চৌধুরির মতো চিকিৎসকরাও।

আরও পড়ুন- Antarctica: রঙিন সবজিতে ঢেকেছে ক্ষেত, মাটিতে নয়, তাহলে কোথায়?

থাকবেন আইএফএ, সিএবি, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডানের ক্রীড়া প্রশাসকরাও। পুরসভার তরফে আমন্ত্রণ করা হয়েছে রামকৃষ্ণ মিশন, মায়ের বাড়ি, ভারত সেবাশ্রম, জৈন মন্দির ও বুদ্ধমন্দিরের পাশাপাশি তিন ইমাম ও চার আর্চ বিশপকেও।

পুর আইনকে মোতাবেক পুরসভার লনেই কাউন্সিলরদের নিয়ে অস্থায়ী অধিবেশন বসবে। তাই শপথ গ্রহণ মঞ্চে মেয়র, ডেপুটি মেয়র ও পারিষদদের ঠিক উল্টোদিকে কাউন্সিলরদের বসার ব্যবস্থা করা হয়েছে।

প্রথমে প্রোটেম স্পিকার রামপেয়ারে রাম শপথ পড়াবেন চেয়ারপার্সন মালা রায়কে। রীতি মেনে এর পরে চেয়ারপার্সন মেয়র ও পারিষদদের শপথ পাঠ করানোর কথা। মেয়র পরিষদের প্রথম বৈঠকে ‘ভিশন অফ কলকাতা’র রূপরেখা চূড়ান্ত হবে। বণ্টন হবে পারিষদদের দপ্তরও। পুরনো পারিষদদের দপ্তর অনেকটাই অপরিবর্তিত থাকছে। দেবাশিস কুমারকে আরও একটু বাড়তি গুরুদায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

spot_img

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...