স্থিতিশীল বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly) । গতকাল রাতেই করোনায়( Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মহারাজ। হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল আছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। মহারাজের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসকদল। এই দলে রয়েছেন সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু, সৌপ্তিক পান্ডা। এ ছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি এবং আফতাব খানের থেকেও। কোভিডের জন্য যে চিকিৎসা ব্যবস্থা এখন অনুসরণ করা হয়, সেই মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি সৌরভের জন্য সোমবার রাতেই শুরু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। এছাড়াও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সৌরভের ভাইরাল লোড ১৯.৫।
আরও পড়ুন:Sc EastBengal: সময়ের অপেক্ষা, লাল-হলুদের কোচের বিদায় ঘন্টা আসন্ন
