Tuesday, November 11, 2025

KMC: ৭০০ কোটি দেনার বোঝা নিয়েই নতুন তিলোত্তমা গড়ার স্বপ্ন দেখছেন ফিরহাদ

Date:

সর্বকালীন রেকর্ড গড়ে ফের একবার কলকাতা পুরবোর্ড (KMC) গঠন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। দ্বিতীয়বারের জন্য মেয়র (Mayor) হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) স্বপ্নের তিলোত্তমা বাড়ানোর অঙ্গীকার নিয়েই শপথ গ্রহণ করেছেন ফিরহাদ। মেয়র নয়, কলকাতাবাসীর প্রধান সেবক হিসাবেই কাজ করবেন তিনি।

আরও পড়ুন:Abhishek Banerjee: বিধানসভা ভোটের আগে ফের তিনদিনের গোয়া সফরে গেলেন অভিষেক

এদিকে নির্বাচনী ইশতেহারে তৃণমূলের “দশদিগন্ত”-কে বাস্তবায়িত করার কথাও ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। দালাল চক্র রুখে কলকাতাকে “ডিজিটাল” বানাতে চান তিনি। সব মিলিয়ে আগামী পাঁচ বছর তিলোত্তমাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর ফিরহাদ হাকিম ও পুরসভায় তাঁর সহযোদ্ধারা।

কিন্তু রয়েছে অনেক প্রতিকূলতাও। পুরসভার কোষাগারের অবস্থা সঙ্গিন। ৭০০ কোটি টাকা দেনার পুরসভার মাথায়। গত দু’বছরে করোনা অতিমারির কারণে রাজস্ব সংগ্রহ তলানিতে ঠেকেছে। বাম আমলে তো প্রচুর দেনা ছিল। এরপর প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সময়েও দেনায় ডুবেছে কলকাতা পুরসভা। দেনা থেকে পুরসভাকে মুক্ত করতে একেবারেই ব্যর্থ ছিলেন শোভন। সেখান থেকে বের হওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের কাছে।

কলকাতার ৩৯তম মেয়র হিসাবে মঙ্গলবার শপথ নেওয়ার পরে ফিরহাদ হাকিম এই আর্থিক সঙ্কটের কথাই উল্লেখ করেন। মেয়রের কথায়, ‘‘যখন শপথ নিচ্ছি, ঠিক সেই সময়ে বিল আর দেনা মিলিয়ে পুরসভার মাথায় ৭০০ কোটি টাকার বোঝা রয়েছে। তবে বিশ্বাস করি, সবাই মিলে আয় বাড়াতে সক্ষম হব।’’ প্রসঙ্গত, ফিরহাদ হাকিম পুরসভার অর্থ দপ্তর নিজের হাতেই রেখেছেন।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version