Friday, July 4, 2025

Narendra Modi: তৃণমূলের অভিনব কটাক্ষে জৌলুসহীন মোদির কানপুর মেট্রোর উদ্বোধন

Date:

সামনের বছরই উত্তরপ্রদেশে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটের আগে মঙ্গলবার ফের উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কানপুরে এসে উদ্বোধন করলেন ১১ হাজার কোটির নবনির্মিত মেট্রো প্রকল্পের। স্রেফ উদ্বোধন করাই নয়, কানপুর মেট্রোয় সফরও করেন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আধিত্যনাথ (Yogi Adityanath) এবং কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep Singh Puri)। নেটমাধ্যমে মেট্রো সফরের সেই ছবিও প্রকাশ করেন মোদি।

কানপুরে মহাসমারোহে যখন মেট্রো প্রকল্পের উদ্বোধনে করলেন প্রধানমন্ত্রী, সেই সময় করোনা কালে গঙ্গায় ভেসে যাওয়া অগুনতি লাশকে তাঁর সঙ্গে জুড়ে দিয়ে কার্যতই যাবতীয় জৌলুসে কার্যতই চোনা ফেলে দিল তৃণমূল। মোদির পোস্ট করা ছবিতে যেখানে জানলা দিয়ে জনবসতি দেখা যাচ্ছে, সেখানে তৃণমূলের ওই ছবিতে করোনা কালে গঙ্গায় ভেসে যাওয়া কোভিডে মৃত শয়ে শয়ে মৃতদেহের দৃশ্য জুড়ে দিয়ে তৃণমূলের কটাক্ষ, ‘কানপুর মেট্রোয় চেপে যাত্রা করছেন মোদি। গঙ্গার উদ্দেশে রওনা দিচ্ছেন, যেখানে হাজার হাজার কোভিড রোগীর মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল।’

তৃণমূলের এই টুইটে তীব্র কটাক্ষ ছুঁড়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গঙ্গায় একাধিক দেহ ভাসতে দেখা গিয়েছিল। সেই সময় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, উত্তরপ্রদেশে করোনায় মৃতদের দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে তাঁরা সন্দেহ প্রকাশ করছেন। এই দেহগুলি থেকে করোনাভাইরাস বা অন্য কোনও রোগ ছড়িয়ে পড়বে কিনা, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ফিরহাদকে। এদিন গঙ্গায় দেহ ভেসে আসার সেই স্মৃতি সামনে রেখে নতুুন করে মোদি এবং যোগীকে একযোগে আক্রমণ করতে চেয়েছে রাজ্যের শাসক দল তা একপ্রকার স্পষ্ট।

আরও পড়ুন- BNCCI: শিল্প মানেই চিমনির ধোঁয়া নয়, বিভিন্ন আঙ্গিকে ভাবার পক্ষে বাণিজ্যমেলায় সায় বিশিষ্টদের

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version