Friday, November 28, 2025

Bidhannagar Corporation Election: জোট হলে কংগ্রেসকে তিনটির বেশি আসন ছাড়বে না বামেরা

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি বিধাননগর পুরনিগমের ভোট (Bidhannagar Corporation Election)। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। খুব স্বাভাবিকভাবেই অন্যান্য দলের মত প্রার্থী তালিকা প্রকাশের তৎপরতা শুরু হয়েছে বামেদেরও (Left front)। ইতিমধ্যেই অশোক ভট্টাচার্যকে মুখ করে ৪৭ ওয়ার্ডের শিলিগুড়ি পুরনিগমের আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে বেশ কয়েকটি আসন। শেষ পর্যন্ত সমঝোতায় আসা না গেলে বাকি ওয়ার্ডগুলোতেও প্রার্থী ঘোষণা করবে বামেরা।

আরও পড়ুন:Covid: আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে, এমআর বাঙ্গুর হাসপাতালে কোভিড চিকিৎসা হবে

এদিকে আগামিকাল, শুক্রবার কলকাতার উপকণ্ঠে বিধাননগর পুরনিগমের প্রার্থী তালিকা ঘোষণা করবে বামেরা। তার আগে আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক রয়েছে বামেদের। সূত্রের খবর, ৪১ আসনের বিধাননগর কর্পোরেশনের ৩৮টি ওয়ার্ডে প্রার্থী তালিকা মোটামুটি চরিত্র। জোট বার্তা দিয়ে কংগ্রেসকে ছাড়া হবে মাত্র তিনটি আসন। আর তাতে যদি কংগ্রেস রাজি না হয় সেক্ষেত্রে কলকাতা পুরভোটের মতোই ‘একলা চলো নীতি’ নেবে বামফ্রন্ট। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সূত্রে খবর শিলিগুড়িতে বামেদের সঙ্গে সমঝোতার রাস্তায় গেলেও বিধাননগর পুরনিগমের বামেদের শর্তে রাজি নয় তারা। সেক্ষেত্রে আরও বেশি আসন না দিলে সব ওয়ার্ডেই প্রার্থী দেবে কংগ্রেস। আজ বৃহস্পতিবারও কংগ্রেস নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছে।

এদিকে নিজেদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভার জন্য সব ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। শিলিগুড়ি পুরনিগমের ভোটে এবার বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন বাকি তিন পুরসভা ভোটের জন্য তাঁদের প্রার্থী তালিকা চূড়ান্ত। যে কোনও সময়ে তা ঘোষণা করা হবে। কলকাতার উপকণ্ঠে বিধাননগর ও চন্দননগর পুরভোটে বিশেষ কিছু করতে পারবে না বিজেপি। সেটা জেনেই গেরুয়া শিবির শিলিগুড়ি এবং আসানসোলের দিকেই বেশি করে নজর দিচ্ছে।

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...