ধাক্কা সামলে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৪৫৯ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৮,২৫৩.৮২ (⬆️ ০.৮০%)

🔹নিফটি ১৭,৩৫৪.০৫ (⬆️ ০.৮৭%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও ওমিক্রন আতঙ্কে সম্প্রতি শেয়ারবাজার বড়সড় ধাক্কা খেলেও সে ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। শুক্রবার ৪৫৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৫০ পয়েন্ট।

শুক্রবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৪৫৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৫৯.৫০ পয়েন্ট বা ০.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,২৫৩.৮২। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৫০.১০ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩৫৪.০৫।

Previous articleভোট পরিকল্পনা ‘শিকেয় তুলে’ বিদেশ সফরে রাহুল, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের অন্দরে
Next articleOmicron: মহারাষ্ট্রের পর রাজস্থান, দেশে ওমিক্রনে দ্বিতীয় মৃত্যু