Thursday, August 28, 2025

শিলিগুড়িতে তৃণমূলের প্রার্থী তালিকায় গৌতম, অশোকের বিরুদ্ধে আলম, শঙ্করের চ্যালেঞ্জ প্রতুল

Date:

সদ্য সমাপ্ত কলকাতা পুরভোটে রেকর্ড গড়ে বিরাট জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই রাজ্যের আরও চার পুরনিগমের ভোটের বাদ্যি বেজেছে। যার মধ্যে অন্যতম উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরনিগম। ২২ জানুয়ারি ভোট। তার আগে বৃহস্পতিবার বিকেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এবং রাত ১০টা নাগাদ আনুষ্ঠানিকভাবে সেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

চার পুরনিগমের ভোটে এবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শিলিগুড়ি পুরসভা। কারণ, বিধাননগর, চন্দননগর এবং আসানসোল পুরবোর্ড ২০১৫ সালের শেষ নির্বাচনে তৃণমূলের দখলে আসে। একমাত্র শিলিগুড়ি পুরসভা ভোট পরবর্তী জোট করে দখল করেছিল বাম-কংগ্রেস। মেয়র হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। এরপর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় শিলিগুড়ি পুরবোর্ডে প্রশাসক নিয়োগ করে রাজ্য সরকার। বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্যকে সরিয়ে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেবকে।

এরই মাঝে ফের ভোট চলে এসেছে। অশোক ভট্টাচার্যকে মুখ করে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। বিধায়ক শঙ্কর ঘোষকে মুখ করে শিলিগুড়ির ৪৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। আর বৃহস্পতিবার অন্য তিন পুরনিগমের সঙ্গে শিলিগুড়ি পুরসভার জন্যও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এবার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে লড়ছেন গৌতব দেব। উল্লেখযোগ্যভাবে ১৫ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন
প্রাক্তন জেলা সভাপতি রঞ্জন সরকার। তবে সকলের নজর ছিল ৬ এবং ২৪ নম্বর ওয়ার্ডের দিকে। ৬ নম্বর ওয়ার্ডে বামেদের প্রার্থী হেভিওয়েট অশোক ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে লড়বেন মহম্মদ আলম। ২৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী করেছে বিধায়ক শঙ্কর ঘোষকে। ওই আসনে তৃণমূলের বাজি পুরোনো সৈনিক প্রতুল চক্রবর্তী। এছাড়াও তালিকায় রয়েছে বেশকিছু নতুন মুখও। অভিজ্ঞ-তারুণ্যের মাঝে প্রার্থী তালিকায় প্রাধান্য পেয়েছেন মহিলারাও। ১৮ জন মহিলাকে প্রার্থী করেছে ঘাসফুল শিবির।

আরও পড়ুন:বিধাননগরে আবার তৃণমূল প্রার্থী সব্যসাচী, বিজেপিতে হাহাকার

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version