Sc EastBengal: জল্পনার অবসান, লাল-হলুদের দায়িত্বে মারিও

দুই মরশুম আগে ইস্টবেঙ্গলকে আইলিগে দ্বিতীয় স্থানে শেষ করিয়েছিলেন উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত মারিও।

জল্পনার অবসান। এসসি ইস্টবেঙ্গলের ( Sc Eastbengal) নতুন কোচ হলেন মারিও রিভেরা( Mario Rivera)। শনিবার দুপুরে সরকারিভাবে জানাল এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

গত মাসে ম্যানুয়েল মানোলো দিয়াজ সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল এসসি ইস্টবেঙ্গল। তারপরই কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন রিভেরা। শেষ পর্যন্ত তাকেই নিয়োগ করা হল লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। তবে এখনই কোচের দায়িত্ব নিতে পারবেন না মারিও। আইএসএলের নিয়ম অনুযায়ী আপাতত বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তাঁকে। তারপরেই লাল-হলুদের দায়িত্ব হাতে নিতে পারবেন মারিও। ততদিন পর্যন্ত লাল-হলুদের অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংই দায়িত্ব সামলাবেন। এদিকে শুক্রবারই ভিসা পেয়ে গিয়েছেন মারিয়ো।

দুই মরশুম আগে ইস্টবেঙ্গলকে আইলিগে দ্বিতীয় স্থানে শেষ করিয়েছিলেন উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত মারিও। ২০১৮-১৯ মরশুমে ইস্টবেঙ্গলের হেড কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়ার সহকারী হিসেবে কাজ করেছিলেন মারিও।

মারিও নতুন দায়িত্ব নিয়ে এসসি ইস্টবেঙ্গলের সিইও কর্নেল শিবাজী সমাদ্দার বলেন,”আমরা খুবই খুশি ওনাকে হেড কোচ হিসেবে নিযুক্ত করতে পেরে। মারিও এর আগেও ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন। এবং ভারতীয় ফুটবলে ওনার অভিজ্ঞতা লাভজনক হবে মরশুমের বাকি সময়ের জন্য।”

আরও পড়ুন:Chetan Sharma: কেন রোহিতকে বাদ দেওয়া হল প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে? জানালেন চেতন শর্মা

Previous articleArup Biswas: এবার কোভিড আক্রান্ত রাজ্যের বিদ্যুৎমন্ত্রী, ভর্তি বেসরকারি হাসপাতালে
Next article৩ জানুয়ারি থেকে রাজ্যে আংশিক লকডাউনের সম্ভাবনা, বন্ধ হতে পারে লোকাল ট্রেন, স্কুল-কলেজ