I-League: আইলিগে করোনার থাবা, পিছিয়ে গেল ছয় সপ্তাহ

সোমবারই জরুরি বৈঠকে বসে আইলিগ কমিটি। সেখানে প্রত্যেক ক্লাবকর্তা রাজি হয়ে যায় লিগ ৬ সপ্তাহের জন্য পিছিয়ে দিতে।

করোনার ( Corona) কারণে ছয় সপ্তাহ পিছিয়ে গেল আইলিগ( I-League)। সোমবার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিল আইলিগ কমিটি। গতবছরের মত চলতি বছরও কলকাতায় বসেছিল আইলিগের আসর। কিন্তু মুরশুম শুরু হওয়ার পরই করোনায় আক্রান্ত হন বেশ কয়েকজন ফুটবলার। তারপরই আইলিগের ম‍্যাচ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আইলিগ কমিটি।

সোমবারই জরুরি বৈঠকে বসে আইলিগ কমিটি। সেখানে প্রত্যেক ক্লাবকর্তা রাজি হয়ে যায় লিগ ৬ সপ্তাহের জন্য পিছিয়ে দিতে। এছাড়াও জানা যাচ্ছে, ফুটবলার, সাপোর্ট স্টাফ-সহ প্রত্যেকের আর এক দফা করোনা পরীক্ষা হবে আগামী ৫ জানুয়ারি। সেখানে রিপোর্ট নেগেটিভ এলে তাঁরা যে যাঁর রাজ্যে ফিরে যেতে পারবেন। আর যাদের রিপোর্ট পজেটিভ আসবে তারা হোটেলেই কোয়ারেন্টাইনে থাকবে। এছাড়াও জানা যাচ্ছে প্রত‍্যেক ফুটবলারকে ৭ জানুয়ারি পযর্ন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও পড়ুন:কোয়ারেন্টাইন ভেঙে পার্টি, জরিমানা সাদা-কালোর ৭ ফুটবলারকে, গোটা ঘটনা ভিত্তিহীন, বললেন মহামেডান ফুটবল সচিব

Previous articleINTTUC: এক শিল্পে এক ইউনিয়ান চালু তৃণমূলের: প্রথম পদক্ষেপ চায়ে, হবে অন্য শিল্পেও
Next article‘গৃহলক্ষ্মী’র পর এবার গোয়ায় ‘যুবশক্তি’র প্রতিশ্রুতি তৃণমূলের, মিলবে ২০ লক্ষ টাকা ঋণ