Thursday, November 13, 2025

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে এবার টুইটবাণ ক্ষুব্ধ রাজ্যপালের

Date:

রাজ্য সরকারের(state government) সঙ্গে সংঘাত থামাতে একেবারেই রাজি নন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। নানা ইস্যুতে বারবার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। এবার রাজ্য মানবাধিকার কমিশনের(human rights commission) চেয়ারম্যান নিয়োগ নিয়ে ফের একবার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ধনকড়। সোমবার সকালে ক্ষোভ উগরে একের পর এক টুইট করে গেলেন তিনি।

ডিসেম্বর মাসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের(Jyotirmoy Bhattacharya) নাম প্রস্তাব করেছিল সরকার। এই কমিশনের সদস্য করা হয় শিবকান্ত প্রসাদকে। সরকারের তরফে তাদের নাম পাঠানো হয় রাজভবনে, নিয়োগের চূড়ান্ত সম্মতি দেওয়ার জন্য। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকারের তরফে যে নাম প্রস্তাব করা হবে তাতেই সীলমোহর দিতে বাধ্য রাজ্যপাল। যদিও সে পথে না হেঁটে এবার সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন রাজ্যপাল। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোই নিয়ম। সেটাই বলা আছে সংবিধানে।

 

উল্লেখ্য, ওই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় মন্ত্রী। তবে সেদিনের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে কীভাবে প্রার্থীর নাম সুপারিশ করা হল, তা নিয়ে টুইটে প্রশ্ন তোলেন জগদীপ ধনকড়। এই সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠান তিনি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version