Thursday, August 28, 2025

রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ নিয়ে এবার টুইটবাণ ক্ষুব্ধ রাজ্যপালের

Date:

রাজ্য সরকারের(state government) সঙ্গে সংঘাত থামাতে একেবারেই রাজি নন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। নানা ইস্যুতে বারবার সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তিনি। এবার রাজ্য মানবাধিকার কমিশনের(human rights commission) চেয়ারম্যান নিয়োগ নিয়ে ফের একবার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ধনকড়। সোমবার সকালে ক্ষোভ উগরে একের পর এক টুইট করে গেলেন তিনি।

ডিসেম্বর মাসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের(Jyotirmoy Bhattacharya) নাম প্রস্তাব করেছিল সরকার। এই কমিশনের সদস্য করা হয় শিবকান্ত প্রসাদকে। সরকারের তরফে তাদের নাম পাঠানো হয় রাজভবনে, নিয়োগের চূড়ান্ত সম্মতি দেওয়ার জন্য। সংবিধানের নিয়ম অনুযায়ী সরকারের তরফে যে নাম প্রস্তাব করা হবে তাতেই সীলমোহর দিতে বাধ্য রাজ্যপাল। যদিও সে পথে না হেঁটে এবার সেই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে টুইট করলেন রাজ্যপাল। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোই নিয়ম। সেটাই বলা আছে সংবিধানে।

 

উল্লেখ্য, ওই কমিটিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরিষদীয় মন্ত্রী। তবে সেদিনের বৈঠকে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে কীভাবে প্রার্থীর নাম সুপারিশ করা হল, তা নিয়ে টুইটে প্রশ্ন তোলেন জগদীপ ধনকড়। এই সংক্রান্ত তথ্যও চেয়ে পাঠান তিনি।

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version