রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ( EPL) এগিয়ে থেকেও চেলসির ( Chelsea) সঙ্গে ড্র করল লিভারপুল( Liverpool)। ম্যাচের ফলাফল ২-২। এই ড্র-এর ফলে শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির থেকে অনেকটাই পিছিয়ে গেল চেলসি, লিভারপুল। ২১ ম্যাচ খেলে লিগ টেবিলে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। সমসংখ্যক ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে চেলসি। একম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে লিভারপুল।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৯ মিনিটের মাথায় গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সাদিও মানে। এরপর ২৬ মিনিটে লিভারপুলকে গোল করে ২-০ এগিয়েদেন মহম্মদ সালাহ। তবে এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখত পারেনি মানেরা। ম্যাচের ৪২ মিনিটে চেলসির হয়ে ১-২ করেন মাতেও কোভাসিচ। এরঠিক তিন মিনিটের মাথায় চেলসির হয়ে সমতা ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ। যার ফলে ম্যাচের প্রথমার্ধে ফলাফল থাকে ২-২।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের আক্রমণ প্রতিআক্রমণ চললেও, গোলের সংখ্যা বাড়াতে ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন:Virat Kohli: পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে সরে দাঁড়ালেন অধিনায়ক কোহলি, নেতৃত্বে কেএল রাহুল
