Friday, January 9, 2026

Sc EastBengal: মঙ্গলবার লাল-হলুদের প্রতিপক্ষ বেঙ্গালুরু, নতুন বছরে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

Date:

Share post:

মঙ্গলবার আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি( Bengaluru Fc) । নতুন বছরে এটাই প্রথম ম‍্যাচ লাল-হলুদের। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের খরা কাটাতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। আট ম‍্যাচে জয় না পাওয়ায় কোচ বদল হয়েছে লাল-হলুদের। নতুন কোচ হয়েছেন মারিও রিভেরা। তবে এখনই ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে পারছেন না তিনি। যার ফলে বিএফসির বিরুদ্ধে লাল-হলুদের কোচের হটসিটে বসবেন অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংই।

আট ম‍্যাচে জয় নেই এবার সামনে বিএফসি, দল কী ঘুরে দাঁড়াতে পারবে? এর জবাবে রেনেডি সিং বলেন,” অনুশীলনে আমরা যে রকম খেলছি, সে ভাবে ম্যাচে খেলতে পারলে ভাল ফল হবেই। মাঠে নেমে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারছে না দল। প্রতি ম্যাচেই ছোটখাটো ভুল হয়ে চলেছে, যে কারণে গোল হজম করতে হয়েছে।”

এর পাশাপাশি রেনেডি আরও বলেন,” হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খারাপ খেলিনি আমরা। পরের তিন-চারটে ম্যাচে আমি দলের দায়িত্বে থাকব। ছ’দিন সময় পেয়েছি ছেলেদের সঙ্গে কাজ করার জন্য। ওরা এই ক’দিনে খুবই পরিশ্রম করেছে। আমি খুশি। এটা ধরে রেখে পরের ম্যাচেও লড়াই করতে হবে। গত পাঁচ-ছ’দিনে ছেলেরা যা করেছে, কালকের ম্যাচেও সেটাই করে দেখাতে হবে। তাহলেই জয় আসবে।”

তবে বিএফসির বিরুদ্ধে চিন্তা থাকছে লাল-হলুদের। বেঙ্গালুরু ম্যাচে তিন বিদেশিকে পাবে না ইস্টবেঙ্গল। পেরোসেভিচ নির্বাসিত। ফ্রানিয়ো পর্চে এবং ড্যারেন সিডোয়েলের চোট। তাদেরকে এই ম‍্যাচে পাওয়া যাবে বলে জানান রেনেডি।

আরও পড়ুন:I-League: আইলিগে করোনার থাবা, পিছিয়ে গেল ছয় সপ্তাহ

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...