Monday, August 25, 2025

Dev-Rukmini: আশঙ্কাই সত্যি! করোনা আক্রান্ত দেব, ফের পজিটিভ রুক্মিণী, আক্রান্ত মিমিও

Date:

সকালে খবর ছড়ায় করোনা আক্রান্ত হয়েছেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (Dev)। দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও (Rukmini Maitra)। সোশ্যাল মিডিয়া দেব জানান, তাঁর RTPCR টেস্ট করতে দেওয়া হয়েছে, ঠিকই কিন্তু রিপোর্ট আসেনি। রাত সাড়ে আটটার পরে নিজেই টুইট করে দেব জানান, তিনি করোনা আক্রান্ত। টুইট করেন রুক্মিণী মৈত্রও। তিনি জানান, তাঁর কোভিড (Covid) পজেটিভ। এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন দেবের বান্ধবী। করোনা আক্রান্ত হয়েছেন আর এক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।

রাত সাড়ে আটটা নাগাদ দেব টুইট (Tweet) করেন, করোনা আক্রান্ত তিনি। লেখেন, “সবাইকে ধন্যবাদ। রেজাল্ট পেয়েছি। আমি পজিটিভ। কিন্তু আমার কোনও উপসর্গ নেই। আমি বাড়িতেই নিভৃতবাসে রয়েছি।”

প্রায় একই সময়ে টুইট করে রুক্মিণীও। জানান, কোভিড পজিটিভ তিনি। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হন রুক্মিনী। নিজের টুইটার হ্যান্ডেলে অভিনেত্রী লেখেন, “সবাইকে জানাচ্ছি আমি কোভিড পজিটিভ। আপাতত হোম আইসোলেশনে আছি। পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো চলছি। সময় আমাদের পরীক্ষা নিচ্ছে। এই সময় শক্ত থাকা উচিত। সবাই মাস্ক পরুন। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব।
ধন্যবাদ।”

টলিউডে কোভিড আক্রান্তের তালিকা বেশ লম্বা। আক্রান্ত হয়েছেন মিমি চক্রবর্তী। নিজের টুইটার হ্যান্ডেলে এ খবর জানান তিনি। আক্রান্ত রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্ররা।

আরও পড়ুন- নবান্নের নির্দেশে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছে দিলেন খোদ পুলিশ সুপার

 

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version