Thursday, August 28, 2025

ত্রিপুরায় পুলিশি জুলুম: তৃণমূলের রাজভবন অভিযানে বাধা, আটক ৩০০

Date:

১৫ দফা দাবিকে সামনে রেখে বিজেপি সরকারের(BJP Govt) অপশাসনের বিরুদ্ধে সরব হয়ে রাজভবন অভিযানে নেমেছিল ত্রিপুরা তৃণমূল(Tripura TMC)। তবে রাজভবন পৌঁছনোর আগেই তৃণমূলের বিশাল মিছিল আটকে দিল পুলিশ। রীতিমতো মারধর করার পাশাপাশি তৃণমূল নেতাদের টেনে-হিঁচড়ে গাড়িতে তোলা হলো পুলিশের তরফে। বাদ গেলেন না মহিলা কর্মচারীরাও। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আগরতলায়(Agartala)। প্রায় ৩০০ জন তৃণমূল নেতৃত্বকে আটক করা হয়েছে বলে খবর।

ত্রিপুরা রাজ্যে তৃণমূলের সংগঠন যে আড়ে-বহরে বৃদ্ধি পেয়েছে তা পুরসভা নির্বাচনেই স্পষ্ট হয়ে গিয়েছে। ২০ শতাংশের বেশি ভোট পেয়েছে ঘাসফুল শিবির। ফলস্বরূপ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। চলছে লাগাতার হামলা। বিজেপির এহেন ‘অপশাসনে’র বিরুদ্ধে ১৫ দফা দাবিতে বুধবার রাজভবন অভিযান করেন তৃণমূল নেতা-কর্মীরা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন রাজভবনের সামনে। নেতৃত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সুবল ভৌমিকেরা। ওঠে বিজেপিবিরোধী স্লোগান-ও। আর সেই অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আগরতলার রাজপথ। এদিন অবশ্য ঘাসফুল নেতৃত্বের সঙ্গে দেখা করেননি ত্রিপুরার রাজ্যপাল।

তবে রাজভবন অভিযান আটকে দেওয়া এবং ৩০০ তৃণমূল নেতা-কর্মী সমর্থককে গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই অভিযানের কোনো আগাম অনুমতি নেওয়া হয়নি, তার জন্যই পদক্ষেপ নিয়েছে পুলিশ। তবে পুলিশের তরফে নৃশংসভাবে লাঠিচার্জ এবং টেনে হিঁচড়ে তৃণমূল নেতাদের গাড়িতে তোলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। বাদ যাননি মহিলা কর্মীরাও।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version