Monday, August 25, 2025

Novak Djokovic: অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হল না জোকোভিচকে, বাতিল করা হল ভিসাও, আদালতের দ্বারস্থ জোকার

Date:

অস্ট্রেলিয়া ( Australia) ঢুকতে দেওয়া হল না টেনিস তারকা নোভাক জোকোভিচকে( Novak Djokovic)। এমনকি বাতিল করা হল ভিসাও। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) শুরুর আগেই বড় ধাক্কা! দেশে ঢুকতে দেওয়া হল না জোকোভিচকে। এর কারণ হিসেবে জানা গিয়েছে, করোনা টিকাকরণগত নিয়ম না মানায় ঢুকতে দেওয়া হয়নি জোকারকে।

গত মঙ্গলবার নোভাক জোকোভিচ জানিয়েছিলেন যে তিনি করোনার টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘বিশেষ ছাড়ের অনুমতি’ পেয়েছিলেন এবং বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়া অবতরণ করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার সরকারের তরফ থেকে মেডিকাল ছাড়পত্রও পান।

তবে বর্ডার কর্তৃপক্ষ জোকোভিচের এই ছাড়পত্রের মান্যতা দেয়নি। এই নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, “নিয়ম খুবই স্পষ্ট, আপনার মেডিকাল ছাড়পত্র থাকতে হবে। ওনার কাছে স্পষ্ট কোনও ছাড়পত্র ছিল না। আমাদের বর্ডারকে এর জন্য ডাকতে হয়েছিল।”

জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ধুকতে না দেওয়ায়, ক্ষোভপ্রকাশ করেছেন সার্বিয়ার রাষ্ট্রপতি। তার অভিযোগ, জোকোভিচকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে।

এদিকে এক বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিসা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে নোভাক জোকোভিচ। তাঁর ভিসা যাতে অনুমোদন করা হয় ও তাঁকে দেশে ফেরত না পাঠানো হয় তার আবেদন করেছেন জোকোভিচের আইনজীবী।

আরও পড়ুন:India Team: আসন্ন মহিলা বিশ্বকাপের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল, দলের অধিনায়ক মিতালি রাজ

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...
Exit mobile version