Wednesday, November 12, 2025

Anupam Hazra: কে যে প্রার্থী বাছাই করে! পুরভোটে বিজেপির ব্যর্থতায় নেতৃত্বকে তোপ অনুপমের

Date:

কলকাতা পুরসভা নির্বাচনে(Kolkata municipal election) গেরুয়া শিবিরে ভয়াবহ খারাপ ফলাফলের জন্য অন্তর্দ্বন্দ্বকেই দায়ী করেছে রাজনৈতিক মহল। চলতি মাসেই রাজ্যের ৪ পুরনিগমে নির্বাচন। তার আগে প্রার্থী বাছাই নিয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে এবার রীতিমতো আক্রমণাত্মক হয়ে উঠলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা(Anupam Hazra)।

বিজেপি(BJP) অন্দরের কলহ ইতিমধ্যেই ভয়াবহ আকার নিয়েছে রাজ্য জুড়ে। জায়গায় জায়গায় চলছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগের হিড়িক। চলতি মাসে চার পুরনিগমের নির্বাচনের আগে আসানসোলের এক প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে দল বদল করেছেন। এই ঘটনাতেই রাজ্য বিজেপির উপর বেজায় চটেছেন কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এ ঘটনায় টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়ে অনুপম হাজরা লেখেন, “কে যে প্রার্থী বাছাই করে!!!??? আর কিসের ভিত্তিতে যে প্রার্থী বাছাই করা হয়, ভগবান জানে!!!” শুধু তাই নয় নিজের পোস্টে তিনি আরো লিখেছেন, দলের এই ধরনের সিদ্ধান্তে তিনি অত্যন্ত বিরক্ত এবং লজ্জিত।

আরও পড়ুন:পাইলটের অসতর্কতায় রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে? তদন্তে চাঞ্চল্যকর ইঙ্গিত

প্রসঙ্গত, সোমবার মনোনয়ন জমার শেষদিনে সব প্রার্থী যখন ব্যস্ত, ঠিক তখনই মনোনয়ন কেন্দ্রে না গিয়ে ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিন্টু মুখোপাধ্যায় গোপনে পৌঁছে যান মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। যদিও বিজেপি তোলা দাবি করা হয়েছে এই পিন্টু তাদের প্রার্থী পিন্টু নয়। তবে আসল পিন্টুকে তাকে অবশ্য বিজেপি হাজির করাতে পারেনি। এই ঘটনাকে হাতিয়ার করেই এদিন দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন অনুপম হাজরা।

Related articles

দেশে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে ফাজিল! ফলপ্রকাশের পরে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম মাদ্রাসার দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছে সেমেস্টার পদ্ধতিতে। উচ্চ মাধ্যমিকের মতো মাদ্রাসার ফাজিল ২০২৬-এর পরীক্ষা...

অর্পিতার সঙ্গে সম্পর্ক কী, কাদের নিয়ে পরিবার? খোলাখুলি উত্তর পার্থর

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতার হওয়ার পরেই গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukharjee)। জামিন পেয়ে বাড়ি...

ডবল ইঞ্জিনের গোয়ায় কোটি টাকার চাকরি কেলেঙ্কারি! জড়িত বিজেপি মন্ত্রিসভার সদস্য ও উচ্চপদস্থ আমলা

ফের ডবল ইঞ্জিন সরকারের দুর্নীতি ফাঁস। কোটি কোটি টাকার 'চাকরির বিনিময়ে নগদ' কেলেঙ্কারির এক মূল অভিযুক্ত গোয়ার (Goa)...

এখনও গুটখা-তামাকযুক্ত পান মশলা বিক্রি নিষিদ্ধ বাংলায়, মেয়াদ চলবে কতদিন

আরও এক বছর গুটখা ও তামাকযুক্ত পান মশলা (Pan Masala) বিক্রির নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে (West Banegal)। গত ৭ নভেম্বর...
Exit mobile version